আসানসোল: ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’ দিয়েছিলেন তিনি, শিবলিঙ্গে পড়িয়েছিলেন কন্ডোম! বিরোধীদের সেই সমস্ত অভিযোগকেই এদিন নস্যাৎ করলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সদ্য ঘোষিত প্রার্থী সায়নী ঘোষ। একুশের ভোটের আগে তারকাদের জনপ্রিয়তায় ভর করে ভোট বৈতরণী পার করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন সায়নী ঘোষকে। কিন্তু বছর পাঁচেক আগের বিতর্ক এখনও পিছু ছাড়েনি অভিনেত্রীর। এদিন ভোট প্রচারে নেমে তাই প্রথমেই করলেন ‘কলঙ্ক মোচনের’ চেষ্টা।
দিন কয়েক আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় নিজের নাম শোনার পর থেকেই উচ্ছ্বসিত সায়নী ঘোষ। রবিবার আসানসোল দক্ষিণ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। প্রচারের আগে হাজির হন এলাকার শিব মন্দিরে। মহাদেবের পুজো দিয়েই শুভকাজ শুরু করে এভাবে যেন নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত বিতর্কের জবাবই দিতে চাইলেন ঘাসফুলের নয়া নেত্রী সায়নী ঘোষ।
শিব পুজো দেওয়া নিয়ে এদিন প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের সামনে বিরোধীদের ফের এক হাত নেন সায়নী ঘোষ। তিনি বলেন, “শিব আমারও দেবতা। যাঁরা পাঁচ বছর আগের ছবি নিয়ে রাজনীতি করছেন, তাদের করার মতো আসলে আর কিছুই নেই।” এখানেই শেষ নয়, বিজেপিকে ঠুকে এদিন তিনি আরো বলেন, পাঁচ বছর আগে কেন্দ্রের সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, সেসব কি পালন করা হয়েছে? “বিজেপি নিজের কথা রাখেনি”, বলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ।
উল্লেখ্য, বছর পাঁচেক আগে অভিনেত্রী সায়নী ঘোষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শিবলিঙ্গে কন্ডোম পড়ানোর একটি ছবিকে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। প্রথম থেকেই অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বলে দাবি করে আসছিলেন অভিনেত্রী। সম্প্রতি বিধানসভা ভোটের আবহে ওই পুরোনো ঘটনাকে কেন্দ্র করেই সায়নী ঘোষের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন বিজেপি নেতা তথাগত রায়। তারপরেই ঘাসফুলে যোগ দেন সায়নী ঘোষ।