আসানসোল: প্রার্থী তালিকায় নাম ঘোষণার পর থেকেই নিজের কেন্দ্র আসানসোলে জোরকদমে প্রচার চালাচ্ছেন সায়নী ঘোষ। আসানসোলের মানুষের ‘ঘরের মেয়ে’ হয়ে উঠতে কখনো তাঁকে দেখা যাচ্ছে দিদিমার পুদিনা চাটনি খেতে, কখনো আবার টলিউড অভিনেত্রী পৌঁছে যাচ্ছেন দুয়ারে দুয়ারে। কিন্তু বছর পাঁচেক আগে তাঁকে নিয়ে তে বিতর্ক শুরু হয়েছিল তা যেন আর কিছুতেই পিছু ছাড়ছে না আসানসোলের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের।
আসানসোলের মন্দিরে পুজো দিতে ঢুকলে বাঁধা দেওয়া হয় সায়নী ঘোষকে, ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। শুধু তাই নয়, যে মন্দিরে পা রেখেছিলেন সায়নী ঘোষ তা গোবরজল দিয়ে পরিষ্কারও করা হয়েছে। সায়নী ঘোষের প্রবেশে এহেন বাঁধা আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বুধবার সৃষ্টি করে ব্যাপক চাঞ্চল্য। যদিও ঘাসফুলের তারকা প্রার্থী এই ঘটনাকে তেমন আমল দিতে নারাজ। তাঁর মতে, এলাকার বিজেপি সমর্থকরাই এই কাজ করেছে।
ঠিক কী হয়েছিল? জানা গেছে, এদিন রানিগঞ্জের এগারা গ্রামে প্রচারে যান সায়নী ঘোষ। সেখানে এক মন্দিরে পুজো দিতে ঢুকলে তাঁকে বাঁধা দেওয়া হয়। মন্দিরের বাইরে জড়ো হয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল মানুষ। বলতে থাকেন, “গো ব্যাক সায়নী ঘোষ”। অবশ্য তাতে পুজো দেওয়া বন্ধ থাকে না। যথাসময়ে পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে যান তিনি। কিন্তু তারপরেই মন্দির ধোয়া হয় গোবরজল দিয়ে।
এ প্রসঙ্গে সায়নী ঘোষের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, “বিজেপির লোকেরা এসব করছে। ৪ জন যদি গো-ব্যাক স্লোগান দেয়, তাহলে ৪ হাজার ওয়েলকাম স্লোগানও আছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, ৫ বছর আগে সায়নী ঘোষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল একটি ছবি যাতে দেখা গেছিল শিবলিঙ্গে কন্ডোম পড়ানো হচ্ছে। এরপরেই তুমুল বিতর্কে জড়ান অভিনেত্রী। বিধানসভায় প্রার্থী হওয়ার পরেও পদে পদে সেই বিতর্কই তাড়া করে বেড়াচ্ছে সায়নী ঘোষকে।