‘BJP’তে মহিলারা থাকতে পারেন না’, ‘উনি নিজেকে কী ভাবেন? সায়নীর মন্তব্যে পাল্টা দিলীপ

‘BJP’তে মহিলারা থাকতে পারেন না’, ‘উনি নিজেকে কী ভাবেন? সায়নীর মন্তব্যে পাল্টা দিলীপ

caa29c257e40699eabbb19ff7f850cf1

কলকাতা:  শ্রাবন্তী দল ছাড়তেই শুরু তৃণমূল-বিজেপি তরজা। বাগযুদ্ধ বাঁধল বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের মধ্যে৷ বৃহস্পতিবার লিলুয়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সায়নী বলেন, “কোনও মহিলার পক্ষেই বিজেপি-তে থাকা সম্ভব নয়।’’ সায়নীর মন্তব্যে পাল্টা আক্রমণ শানালেন দিলীপ৷ 

আরও পড়ুন- ঘুরল সুরাপ্রেমীদের ভাগ্যের চাকা! রাজ্যে সস্তা হচ্ছে মদ

শুক্রবার সায়নীকে একহাত নিয়ে প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, শুক্রবার তিনি বলেন, ‘‘নিজেকে কী মনে করেন সায়নী ঘোষ? উনি কি নিজেকে পুরুষ মনে করেন? আমরা ৪-৫ জন মহিলাকে রাজ্যপাল করেছি। প্রথম মহিলা বিদেশমন্ত্রী, প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন আমাদের দল থেকেই। তৃণমূল যাঁকে মহিলা ভাবেন, তিনি নিজেকে মহিলা ভাবেন না।’’ এর পরে সুর আরও চড়িয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূলে এক জনই পুরুষ, বাকি সবাই মহিলা। শ্রাবন্তী ভাল মেয়ে। উনি রাজনীতি করুন বা না-ই করুন ভাল থাকুন।”  প্রসঙ্গত, এর আগে বিজেপি ছেড়েছেন তনুশ্রী চক্রবর্তী৷ গতকাল চুইট করে শ্রাবন্তী দল ছাড়তেই ফের বাগ্‌যুদ্ধে জড়ান সায়নী এবং দিলীপ। 

শ্রাবন্তী দল ছাড়তেই কটাক্ষ করে সায়নী বলেছিলেন, ‘‘একের পর এক তারকা বিজেপি ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু কেন এমন হচ্ছে? জবাবে দিলীপ বলেন, “ছবিতে কাজের সুযোগ পাচ্ছেন না। তাই চলে যাচ্ছেন।”  তিনি আরও বলেন, “রাজনীতিতে এলে অনেক কিছু করতে হয়। রাজনীতিতে কেউ কেউ সফল হন,  কেউ আবার সফল হন না। এঁদেরকে কোনও দিন রাস্তায় দেখেছেন? কত দিন রাস্তায় নেমে আন্দোলন করেছেন এঁরা? কার্যকর্তারা রাস্তায় পড়ে মার খাচ্ছেন৷ কিন্তু তাঁদের সেখানে যেতে দেখেছেন কি? কেউ যদি মনে করে বাড়িতে বসে থাকবে আর তাঁকে এসে মালা পরিয়ে দেওয়া হবে, এটা রাজনীতি?” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *