কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রক্ষাকবচ চেয়ে আদালতের দরজায় কড়া নাড়লেন তিনি৷ সৌমিত্রের আশঙ্কা, ভোটের আগে তাঁকে গ্রেফতার করা হতে পারে। প্রসঙ্গত, সোনামুখী থানার আইসির বিরুদ্ধে বেলাগাম মন্তব্য এবং থানার সামনে বিক্ষোভের অভিযোগে বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করা হতে পারে আশঙ্কা করে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি সাংসদ।
আদালতে সৌমিত্র জানিয়েছেন, সোনামুখী থানার আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হতেই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। সেই মামলার সূত্র ধরেই ভোট আবহে যে কোনও দিন তাঁকে গ্রেফতার করা হতে পারে। সেই কারণেই আগেভাগে রক্ষাকবচের আবেদন৷ বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের আবেদন জানান সৌমিত্র খাঁ বিচারপতি তাঁকে মামলা করার অনুমতি দিয়েছেন। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে৷
বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকায় দু’শোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সেই গোষ্ঠীর প্রায় তিন কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে সংঘের কোষাধ্যক্ষ সহ ব্যাঙ্কের দুই সিএসপির বিরুদ্ধে। সেই অভিযোগে গত এপ্রিল মাসে তোলপাড় হয় সোনামুখী। প্রতিবাদে পথে নামে বিজেপি৷ সেই সময় অভিযুক্তদের পাশাপাশি সোনামুখী থানার আইসির বিরুদ্ধেও সুর চড়ান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ তাঁর অভিযোগ ছিল, আইসিও তোলাবাজির টাকা নিয়েছে৷ থানার সামনে বিক্ষোভও দেখান তিনি৷ পুলিশ সৌমিত্রর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেন৷