saumitra khan
কলকাতা: চার বছরের পুরনো বালি চুরির মামলায় অবশেষে স্বস্তি পেলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অস্ত্র আইন ও বালি উত্তোলন সংক্রান্ত অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই সময় শাসক শিবির তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন সৌমিত্র। এই মামলায় আদালতের নির্দেশ ছিল, নিম্ন আদালত থেকে জামিন নিতে হবে। কিন্তু সৌমিত্র জামিন না নেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়াান সক্রিয় হয়ে ওঠে। ফলে যে কোনও সময় তিনি গ্রেফতার হতে পারতেন। গ্রেফতারি এড়াতে নতুন করে আদালতের দ্বারস্থ হন সৌমিত্র খাঁ। বুধবার ছিল তাঁর আবেদনের শুনানি৷ এই মামলায় বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, নিম্ন আদালত থেকে জামিন পেতে পারেন সাংসদ।
অভিযোগ, সৌমিত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই পুলিশ সক্রিয় হয়ে ওঠে। এরই মধ্যে তাঁর বাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধার হয়৷ যার ফলে অস্ত্র আইনেও বিষ্ণুপুর থানায় মামলা হয় সৌমিত্রের বিরুদ্ধে। ২০১৯ সালে বাঁকুড়ার পাত্রসায়র ও বিষ্ণুপুর থানায় সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে বালিচুরির মামলা হয়। সেই সঙ্গে জোড়ে অস্ত্র আইনের ধারা। বিভিন্ন অভিযোগে মোট চারটি মামলা দায়ের করা হয়। এমনকী সেই মামলার জেরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে নিজের কেন্দ্রে প্রচার করতে পারেননি এই বিজেপি নেতা৷ তাঁর হতে প্রচার সেরেছিলেন প্রাক্তন স্ত্রী সুজাতা৷