মধ্যরাতে চুপিসারে শুভমনের সঙ্গে দেখা করতে গেলন সারা! ধরা পড়লেন ক্যামেরায়

মধ্যরাতে চুপিসারে শুভমনের সঙ্গে দেখা করতে গেলন সারা! ধরা পড়লেন ক্যামেরায়

কলকাতা:  নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আপাতত মুম্বইয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। দলের সঙ্গে বাণিজ্যনগরীতে রয়েছে শুভমনও৷ সেখানেই রাতে আচমকা শুভমনের সঙ্গে দেখা করতে পৌঁছ গেলেন শচীন-কন্যা সারা তেন্ডুলকর। নীল রঙের বিএমডব্লিউ চেপে হোটেলের সামনে পৌঁছন সারা। কাকপক্ষীও সে কথা অবশ্য টের পায়নি। তবে বেরনোর সময় আচমকাই ধরা পড়ে গেলেন সচিন-কন্যা!

ক্রিকেটের মাঠ থেকে বিনোদন জগৎ- সারা ও শুভমনের প্রেমের চর্চা তুঙ্গে। সে কথা কেউ স্বীকার না করলেও অস্বীকারও করেননি। এতদিন আড়ালে আবডালেই চলছিল প্রেম৷ তবে ক্রমশই যেন খুল্লামখুল্লা হয়ে উঠছেন সচিন-কন্যা। মুম্বইয়ে ম্যাচ থাকলেই মাঠে উপস্থিত সারা। তবে বেঙ্গালুরুর গ্যালারিতে তাঁকে দেখা যায়নি। তবে কি এতদিন দূরে থাকায় শুভমনের জন্য মন কেমন করছিল সারার? তাই টিম ইন্ডিয়া মুম্বই ফিরতেই ছুটে গিয়েছিলেন তিনি? তাও একেবারে রাতে! শোনা যাচ্ছে, এদিন গাড়িতে উঠতে দেখা যায় সারাকে। যদিও তাঁর সঙ্গে শুভমনকে দেখা যায়নি। তবে গুঞ্জন, শুভমনের সঙ্গে দেখা করেই নাকি সঞ্জয় লীলা বনশালির অফিসে চলে যান সারা। আগামী দিন বড় পর্দায় আসার তোড়জোড় করছেন শচীন কন্যা৷ 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − four =