আট দফাতেই ভোট, কমিশনের সিদ্ধান্তই শিরোধার্য মানছে সংযুক্ত মোর্চা

আট দফাতেই ভোট, কমিশনের সিদ্ধান্তই শিরোধার্য মানছে সংযুক্ত মোর্চা

কলকাতা:  নির্বাচন কমিশনের সর্বদলে দফা কমানো নিয়ে কোনও আলোচনা হল না৷ ফলে রাজ্যে আট দফাতেই হবে ভোট৷ কমিশনের এই সিদ্ধান্তকেই মেনে নেওয়া কথা জানাল সংযুক্ত মোর্চার৷ 

আরও পড়ুন- কমছে না দফা, কী ভাবে হবে বাকি ভোট? সর্বদলীয় বৈঠকের পর জানালেন স্বপন দাশগুপ্ত

এ প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, নির্বাচনী প্রচারের সময় কী ভাবে কোভিড প্রোটোকল মেনে চলা হবে, সে বিষয়ে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছে৷ তবে এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের নির্দিষ্টভাবে এখনও কোনও প্রস্তাবনা দেয়নি৷ কোভিড নিয়ন্ত্রণের জন্য কমিশনের পুরনো যে সার্কুলার ছিল, সেই সার্কুলারই বহাল রয়েছে৷ রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ তাদের নেই৷ এমনটা বলা হয়নি যে, রাজনৈতিক দলগুলি কোভিড প্রোটোকল মানছে না৷ তবে রাজনৈতিক দলগুলির কী কী করণীয়, তা নির্দিষ্ট ভাবে বলা হোক৷ সেই নির্দেশ বামপন্থী তথা সংযুক্ত মোর্চা নিশ্চিত ভাবেই মেনে চলবে৷ 

আবার শিশির বাজোরিয়া বলেন, গণতন্ত্র বহাল রাখতে গেলে নির্বাচন করাতেই হবে৷ এই পরিস্থিতিতে কমিশন যে সিদ্ধান্ত নেবে তাই মেনে চলা হবে৷ কোভিডের মধ্যে মানুষের প্রাণও রক্ষা করতে হবে৷ সবদিক নজরে রেখে সিদ্ধান্ত নেবে কমিশন৷ তবে ৬১ শতাংশ ভোট হয়ে গিয়েছে৷ এখন বড় দল নয়, ছোট দল ও নির্দল প্রার্থীদের উপর প্রভাব পড়বে৷  

এদিকে, সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও বাড়ছে সংক্রমণ৷ একদিনে করোনা আক্রান্ত প্রায় ৭ হাজার। মৃত্যু হয়েছে ২২ জনের। শুধু কলকাতাতেই কোভিডের বলি ৭৷ গতকাল ভোরে প্রাণ হারান মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থী৷ আক্রান্ত গোয়ালপোখরের তৃণমূল ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী। এই অবস্থায় ভোট করানোটাও কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ৷ 

আরও পড়ুন- ক্রমশ বাড়ছে করোনা রোগীর চাপ! নাজেহাল অবস্থা বেলেঘাটা আইডি’র

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বহিরাগতরা বাংলায় ঢুকে করোনা ছড়াচ্ছে৷  এর জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেছেন তিনি৷  ভ্যাকসিন নিয়েও মোদী সরকারের তুলোধোনা করেছেন তিনি৷ তাঁর কথায়, রাজনৈতিক স্বার্থে রাজ্যের মানুষকে বিনা পয়সায় টিকা দিতে দেননি নরেন্দ্র মোদী৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eleven =