সন্তোষ মিত্র স্কোয়ারে এবার রাম মন্দির! সরকারি অনুদান ছাড়াই চলছে মণ্ডপের কাজ

সন্তোষ মিত্র স্কোয়ারে এবার রাম মন্দির! সরকারি অনুদান ছাড়াই চলছে মণ্ডপের কাজ

santosh mitra square

কলকাতা: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা৷ মা আসছেন৷ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তৈয়ারি৷ থিম নিয়ে বরাবরই চমক থাকে কলকাতার বড় বড় পুজোগুলোতে৷ এবারও তাঁর ব্যতিক্রম ঘটবে না৷ এবার কলকাতার অন্যতম নামী পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের আকর্ষণ হল রাম মন্দির৷ 

২০২৪ সালের জানুয়ারি মাসে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। এই রাম মন্দিরকে কেন্দ্র করে বহু বিতর্ক রয়েছে৷ রয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বছরের পর বছর চলতে থাকা সমস্যার জট কাটিয়ে রামলালার জন্মভূমি অযোধ্যায় তৈরি হচ্ছে এই মন্দির। অনেকেই ভেবে রেখেছেন, উদ্বোধন হলেই ঘুরে আসবেন একবার কিন্তু, তার আগেই কলকাতার বুকে গড়ে উঠছে আস্ত রাম মন্দির!

সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক, কলকাতা দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ। প্রতিবছরই এখানে থাকে কোনও না কোনও চমক। কখনও লালকেল্লা, কখনও আবার লক্ষ্মী নারায়ণ মন্দির, কখনও আবার বীর পুরুষদের বীরগাথা– প্রতি বছরই লেবুতলা পার্কের পুজোয় থাকে চমক৷ এবারও তাতে পরিবর্তন হবে না। এবারের দুর্গাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারের থিম রাম মন্দির।

রাম মন্দিরের আদলে গড়ে উঠছে এই মণ্ডপ। বিশাল মাঠের মাঝে গড়ে উঠছে রাম মন্দির। বাঁশ, কাঠ, পিচবোর্ড, থার্মোকলের কারিকুরিতেই ফুটে উঠবে এই মণ্ডপ। একটা সময় এই পুজো পরিচিত ছিল প্রদীপ ঘোষের পুজো বলে, এখন তার সঙ্গে জুড়েছে সজল ঘোষের নাম!

কিন্তু থিম রাম মন্দির কেন? এর নেপথ্যে কি রয়েছে রাজনীতির রঙ? পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষের কথায়, কোনওভাবেই পুজোর সঙ্গে রাজনীতির যোগ নেই। তবে কেন বেছে নেওয়া হল এই থিম? ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কথায়, ‘শরৎকালে দেবী দুর্গার অকালবোধন করেছিলেন রামচন্দ্র। এদিকে,  জানুয়ারি মাসে উদ্বোধন হচ্ছে রাম মন্দির। তাই এই বিষয় মাথায় রেখেই এবারের থিম ভাবা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =