বিদ্যুৎ চক্রবর্তীকে জেরা,প্রাক্তন উপাচার্যের সরকারি বাসভবনে পুলিশ

বিদ্যুৎ চক্রবর্তীকে জেরা,প্রাক্তন উপাচার্যের সরকারি বাসভবনে পুলিশ

santiniketan

কলকাতা: বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে সরকারি বাংলোয় পৌঁছল শান্তিনিকেতন থানার ওসি এবং তদন্তকারী অফিসাররা। প্রাক্তন উপাচার্যের বাড়িতে এই মুহূর্তে রয়েছে ওসি-সহ মোট চার পুলিশ। মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ-সহ একাধিক মামলায় এর আগে প্রাক্তন উপাচার্যকে নোটিস দিয়েছিল শান্তিনিকেতন থানার পুলিশ৷ সূত্রের খবর, আজ পাঁচটি মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে৷ 

গত পাঁচ বছরের কার্যকালে বারবার বিতর্কে জড়িয়েছেন বিদ্যুৎ। উপাচার্য পদের মেয়াদ শেষ হওয়ার আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ পাতার একটি চিঠি দিলিখে আক্রমণ শানিয়েছিলেন৷ এই ঘটনার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মামলা হয়৷ এর পাশাপাশি বিতর্কিত ফলক বসানো সহ বিদ্যুতের বিরুদ্ধে আরও চারটি অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করে মামলা রুজু করে শান্তিনিকেতন থানার পুলিশ। এই সব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিসও দেওয়া হয় তাঁকে৷ এর পরেই আদালতের দ্বারস্থ হন বিদ্যুৎ চক্রবর্তী। তবে আদালত জানায়, ২০ ও ২২ তারিখ বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ।। পাঁচটি মামলাতে এক ঘণ্টা করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =