গাঁটছড়া বাঁধছেন সন্দীপ্তা, দিনক্ষণ ঠিক, শুরু আইবুড়োভাতের পর্ব

গাঁটছড়া বাঁধছেন সন্দীপ্তা, দিনক্ষণ ঠিক, শুরু আইবুড়োভাতের পর্ব

কলকাতা: অবশেষে জল্পনার অবসান৷ বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ আগামী ৭ ডিসেম্বর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি৷ ফলে হাতে আর মাত্র একটা মাস৷

বহু দিন ধরেই সন্দীপ্তার বিয়ে নিয়ে জল্পনা চলছিল টলিপাড়ার অন্দরে। অবশেষে সবটাই কনফার্ম৷ শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়৷ সঙ্গে জোরকদমে চলছে কাজও৷ ফলে সব মিলিয়ে চরম ব্যস্ততায় দিন কাটছে নায়িকার। এরই মাঝে আবার শুরু হয়ে গিয়েছে আইবুড়োভাত খাওয়ার পালা৷ নায়িকার ইনস্টাগ্রামে উঁকি দিতেই মিলল ঝলক৷ প্রথম আইবুড়ো ভাতের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী৷ যদিও আয়োজনে তেমন চটক নেই৷ সবটাই ছিমছাম৷ পোলাও, পাঁঠার মাংস আর রসগোল্লায় বাঙালিয়ানার ছোঁয়া। 

 

View this post on Instagram

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

প্রথমসারির একটি সংবাদমাধ্যমকে সন্দীপ্তা জানিয়েছেন, বিয়ের শাড়ি কেনা হয়ে গিয়েছে তাঁর৷ গত কাল রাতে এক বৌদির বাড়িতে নেমতন্ন ছিল৷ আগামী কয়েকদিন আইবুড়োভাতের পর্ব চলবে৷ নায়িকার বিয়ে তারিখ জানা গেলও, বিয়ের ‘মেনু’ এবং ‘ভেনু’ নিয়ে স্পিকটি নট৷  কারণ তিনি চান না বিয়ের দিন কোনও সমস্যা হোক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =