sandeshkhali
কলকাতা: তাঁর গোপন জবনা বন্দির ভিত্তিতেই গত শনিবার শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করা হয়৷ এর পরই গ্রেফতার হন শিবু৷ অভিযোগ, সন্দেশখালিতে গোপন জবানবন্দি দেওয়া সেই মহিলার বাড়িতে হামলা চালানো হয়েছে৷ ওই মহিলার দাবি, পুলিশের পোশাকে বেশ কয়েক জন তাঁর বাড়িতে চড়াও হয় ও ভাঙচুর চালায়। যদিও পুলিশ ও স্থানীয়রা বলছে, তেমন কিছু চোখে পড়েনি৷ কোনও বড় কোনও ঘটনা ঘটেনি। তবে পুলিশ সতর্ক রয়েছে৷ বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন, ‘‘আমরা সব সময় নজর রাখছি৷ ওই মহিলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’’
এদিকে শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা গ্রেফতার হতেই সন্দেশখালিতে পাড়ায় পাড়ায় মিষ্টি বিলি করেন স্থানীয়েরা। সেই সঙ্গেই শেখ শাহজাহানকেও গ্রেফতারের দাবি উঠেছে৷ পুরনো তৃণমূলের লোকজনকে সক্রিয় করার দাবিও করা হয়েছে৷