‘এখন AC গাড়ি চেপে যাতায়াত করছেন কৃষক নেতারা’! ‘আন্দোলনজীবী’দের কটাক্ষ শমীকের

চণ্ডীপুরের জনসভা থেকে বিস্ফোরক শমীক ভট্টাচার্য

চণ্ডীপুর: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত দিল্লির পরিস্থিতি। একুশের বিধানসভা নির্বাচনের আগে এবার রাজধানীর সেই বিক্ষোভের আঁচ এসে লেগেছে বাংলাতেও। ভোটের মুখে দিল্লি পাঞ্জাব থেকে আন্দোলনরত কৃষক নেতারা রাজ্যে আসছেন বিজেপি বিরোধী প্রচারে। বঙ্গে তাঁদের একটাই বার্তা “নো ভোট টু বিজেপি”। এহেন আবহেই এবার কৃষক নেতাদের এক হাত নিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। 

গত কয়েকদিন ধরে রাকেশ টিকাইতের মতো হেভিওয়েট কৃষক নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি বিরোধী প্রচার চালিয়েছেন। এদিন চণ্ডীপুরের দলীয় জনসভা থেকে এই সমস্ত কৃষক নেতাদের কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলেন, “আজকাল সবাই কৃষক হয়ে গেছে। আন্দোলনজীবীকে সঙ্গে নিয়ে ময়দানে নেমে পড়েছেন ৪০ জন কৃষক। শুনলাম তাঁরা নন্দীগ্রামেও গেছেন।” এরপরই কৃষক নেতাদের চালচলনের উল্লেখ করে তীব্র আক্রমণ শানান গেরুয়া নেতা। “কৃষকদের যদি এত ভালো অর্থনৈতিক অবস্থা হয় যে তাঁরা এয়ারকন্ডিশনড গাড়ি চেপে যেখানে খুশি পৌঁছে যেতে পারেন, তাহলে বিষয়টা বাংলার কৃষকদের ভেবে দেখার প্রয়োজন আছে।”

এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, “এখানকার কৃষকরা ন্যূনতম সহায়ক মূল পাননা।” ১৮৬৮ টাকার পরিবর্তে ১১০০-১৩০০ টাকায় আমন ধান বিক্রির কথাও জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের প্রতি তাঁর কটাক্ষ, “দুয়ারে ধান পড়ে রয়েছে সরকার তুলতে পারেনি। বোরো ধান কোথায় যাবে কেউ জানে না।”

উল্লেখ্য, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর গত কয়েকদিন ধরেই ঘোরতর অন্তর্কলহের সাক্ষী থেকেছে গেরুয়া শিবির। কলকাতায় বিজেপির সদর কার্যালয়ে তৃণমূলত্যাগী ব্যক্তিদের প্রার্থী করায় ক্ষোভ ফেটে পড়েছেন দলীয় কর্মী সমর্থকরা। এমতাবস্থায় বিজেপির ভাবমূর্তিতে যাতে কালি না লাগতে পারে সেই ব্যবস্থাই করছেন নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 4 =