‘তৃণমূলের ইস্তেহার টুকলি করে ঠিকই করেছি’, দাবি শমীকের

মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় প্রকল্পের নকল করছেন বলেও দাবি করেছে শমীক ভট্টাচার্য

কলকাতা: বেজে গেছে একুশের বিধানসভা নির্বাচনের রণডঙ্কা। আর মাত্র দিন পাঁচেক পরেই রাজ্য অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার নির্বাচন। এমতাবস্থায় ভোটের দিন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক বাদানুবাদে ততই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বাংলার পরিস্থিতি। গতকাল বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশকে কেন্দ্র করে এবার শুরু হল তৃণমূল-বিজেপি বাকযুদ্ধ।

বিজেপি যদি তৃণমূলের ইস্তেহারকে টুকলি করে থাকে, তবে ঠিকই করেছে, এদিন সাংবাদিকদের সামনে এসে এমনটাই মন্তব্য করলেন গেরুয়া শিবিরের মুখপাত্র শমীক ভট্টাচার্য। গতকাল গেরুয়া ইস্তেহার প্রকাশের সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে একযোগে আক্রমণ হেনেছিল বাম কংগ্রেস আর তৃণমূল। ঘাসফুলের তরফে বলা হয়েছিল তাদের ইস্তেহারকেই অনুসরণ করেছে বিজেপি। তৃণমূল নেতাদের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এদিন সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন গেরুয়া নেতা শমীক ভট্টাচার্য।

সোমবার প্রেস কনফারেন্সে শমীক ভট্টাচার্য জানান, বিজেপির মতো সর্বভারতীয় দল, যাঁদের এতগুলো রাজ্য ক্ষমতায় বসিয়েছে তাঁরা তৃণমূলের ইস্তেহার টুকলি করবে একথা বিশ্বাসযোগ্য নয়। “আমি বলব টুকলি করলে ঠিকই করেছে, যতটা ওদের আছে, আমাদের তার চেয়ে আরো বেশি পাইয়ে দেওয়া আছে। আমরাই এগিয়ে আছি”, বলেন তিনি। এযাবৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত সমস্ত প্রতিশ্রুতিই ভিত্তিহীন বলেও দাবি করেছেন শমীক ভট্টাচার্য।

এদিন বাঁকুড়ায় নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর ভাষণকেও কটাক্ষ করেছেন শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, “আজ উনি যা বক্তৃতা করেছেন, কয়লা খনি, সমুদ্রবন্দর , ওএনজিসি প্রকল্প, ২৫ লক্ষ বাড়ি এ সবই তো আসলে কেন্দ্রীয় সরকারি প্রকল্প।” শুধু তাই নয়, তৃণমূল তাদের ইস্তেহারে যেখানে দাঁড়ি টেনেছে তারপর থেকেই বিজেপি ইস্তেহার শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। এমতাবস্থায়, ইস্তেহার নিয়ে রাজনৈতিক বাকবিতন্ডায় রীতিমতো জমে উঠেছে প্রাক-নির্বাচনী বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *