মুম্বইয়ে আরও এক অভিনেতার রহস্যমৃত্যু, উদ্ধার সমীর শর্মার পচা গলা দেহ

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের জট এখনও কাটেনি। এরই মধ্যে আরও এক অভিনেতার মৃত্যুর খবর সামনে এল। তিনিও হিন্দি টেলিভিশন জগতেরই একজন তারকা। নাম সমীর শর্মা।

 

মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের জট এখনও কাটেনি। এরই মধ্যে আরও এক অভিনেতার মৃত্যুর খবর সামনে এল। তিনিও হিন্দি টেলিভিশন জগতেরই একজন তারকা। নাম সমীর শর্মা।

প্রাথমিকভাবে অনুমান, সুশান্ত সিং রাজপুতের মতোই আত্মহত্যা করেছেন সমীর শর্মাও। টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক 'ইয়ে রাস্তে হে পেয়ার কে'-তে অভিনয় করতেন তিনি। ৬ আগস্ট, বৃহস্পতিবার তাঁর বাড়ি থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার করা হয়। মনে করা হচ্ছে দুদিন আগেই আত্মহত্যা করেছিলেন অভিনেতা। আজ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসতে থাকে। ফলে  ওয়াচ ম্যান সব ঠিক আছে কিনা দেখতে যান। তখনই তিনি অভিনেতার মৃতদেহটি দেখতে পান বলে জানা গিয়েছে। তারপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমীর শর্মার মৃতদেহ উদ্ধার করে। আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।

আরও পড়ুন: করোনা ভয়ে ভারত ছেড়ে পালালেন সানি লিওনি, ‘এখানে আমরা সুরক্ষিত!’

লকডাউনের মধ্যে মুম্বাইয়ের অনেক অভিনেতা ও অভিনেত্রীর হাতে কাজ ছিল না। ফলে ডিপ্রেশন বা অবসাদে চলে গিয়েছিল অনেকে। যদিও সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে তেমনটি ঘটেনি। কিন্তু তার আগে বহু অভিনেতা-অভিনেত্রীরা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর মিলেছে। কয়েকজন আত্মহত্যা করেছেন। কিন্তু সমীর শর্মার ক্ষেত্রে তেমনটি ঘটেনি বলেই অনুমান করা হচ্ছে। কারণ, বেশ কয়েকদিন আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। যদিও সম্প্রতি তিনি সেরে উঠেছিলেন। তারপর কাজেও যোগ দিয়েছিলেন। শুরু করেছিলেন ধারাবাহিকের শুটিং। এরই মধ্যে হঠাৎ কেন আত্মহত্যা করতে গেলেন সমীর, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পডুন: মেধাবী-সুন্দরী! সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম ১০০-র তালিকায় মিস ইন্ডিয়ার প্রতিযোগী

'ইয়ে রাস্তে হ্যায় পেয়ার কে' ছাড়াও 'জ্যোতি' এবং 'কাহানি ঘর ঘর কি'র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন সমীর। অভিনেতা হিসেবে ভারতের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যথেষ্ট নামডাক ছিল তাঁর। তাই আচমকা কেন আত্মহত্যা করলেন সমীর, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। তাঁর বাড়ি থেকে কোন সুইসাইড নোট এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। সব মিলিয়ে রহস্য আরও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =