মুম্বই: মাদক মামলায় গ্রেফতার শাহরুখ খানের পুত্র আরিয়ানকে মুক্ত করতে চড়া দর হেঁকেছিলেন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েরে৷ তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে মামলা শুরু করেছে সিবিআই। যদিও আরিয়ান খান কাণ্ডের পরই রাতারাতি এনসিবি প্রধানকে মুম্বই থেকে চেন্নাইয়ে বদলি করা হয়। যদিও বদলিতেই বিড়ম্বনা কাটছে না। সম্প্রতি সমীরের মুম্বইয়ের বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালায় সিবিআই। প্রায় ১৩ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। কানাঘুষো, আরিয়ানকে মুক্ত করতে নাকি কিং খানের থেকে প্রায় ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন প্রাক্তন এনসিবি প্রধান সমীর ওয়াংখেড়ে। এ বার উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ জানা গেল ২৫ কোটি চাইলেও, রফা হয় অন্য অঙ্কে৷
ভিজিল্যান্স রিপোর্টের উপর ভিত্তি করে প্রাথমিক তদন্তের পর এনসিবি অফিসার সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। সিবিআই সূত্রে খবর, সমীর ব্যক্তিগত সম্পত্তির ভাণ্ডার ভরাতে দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন৷ সেই প্রমাণও মিলেছে। এর পরেই সমীরের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে মামলা দায়ের করে সিবিআই। অভিযোগ, বলিউড তারকা শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন প্রাক্তন এনসিবি প্রধান। আরিয়ানের জামিন ও তাঁর সঙ্গীদের জামিনের জন্য এই বিপুল অর্থ দাবি করেছিলেন বলেই অভিযোগ। শেষমেশ রফা হয় ১৮ কোটি টাকায়। যদিও শেষ পর্যন্ত তিনি এই বিপুল পরিমাণ অর্থ খান পরিবারের কাছ থেকে আদায় করতে পেরেছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এই মামলায় সমীরের দুই সঙ্গী পি কে গোসাভি ও প্রভাকর সাইলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যার মধ্যে গোসাভি খান পরিবারের কাছ থেকে ৫০ লক্ষ টাকা নেন৷ যদিও পরে সে টাকা ফেরত দেন তিনি। এই মামলার অন্যতম সাক্ষী ছিলেন প্রভাকর সাইলি। তিনি বছর দুয়েক আগেই মারা গিয়েছেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>