কঠোর প্রতিজ্ঞা ভেঙে দিশাকে অনস্ক্রিন ঠোঁঠ ঠাসা চুমু? রহস্য ফাঁস করলেন ভাইজান

কঠোর প্রতিজ্ঞা ভেঙে দিশাকে অনস্ক্রিন ঠোঁঠ ঠাসা চুমু? রহস্য ফাঁস করলেন ভাইজান

মুম্বই: ঠোঁট ঠাসা চুম্বন আর উদ্দাম যৌনতা  বলিউডি সিনেমায় জলভাত৷ নায়িকাদের উষ্ণতা ছড়ানো যৌবনের নেশায় বুঁদ সিনে প্রেমীরা৷ তারই মাঝে এবার ভাইজান আর বিকিনি গার্ল দিশা পাটানির ডিপ লিপলকের ছবি নেট দুনিয়ায় ভাইরাল৷ সলমন খানের সেই রোমান্সে মজলেন তাঁর ভক্তরা৷ সেই সঙ্গে ভিড়মিও খেলেন৷ হলটা কি সাল্লুর? তবে ভেঙে ফেললেন কঠোর প্রতিজ্ঞা? কিন্তু ব্যাপারটা নাকি আদৌ তা নয়! তাহলে কি? 

আরও পড়ুন- ‘‘শ্রীলেখা মাসির রেট কতো?’’ অশ্লীল পোস্টে ঝড় নেটপাড়ায়, ফাঁস ফোন নম্বর

সলমন খানকে প্রেমিক হিসাবে যেমন পেয়েছে বলিউড৷ তেমনই পেয়েছে অ্যাকশনে৷ কিন্তু কোনও ছবিতেই তাঁকে দেখা যায়নি উদ্দাম যৌনতায়৷ এমনকী অনস্ক্রিন ঘনিষ্ঠ চুম্বনেও বরাবর নারাজ তিনি৷ সেই সলমনের সঙ্গেই দিশা পাটানির ঠোঁট ঠাঁসা চুম্বনের ছবি ভাইরাল হতে চমকে যান তাঁর ভক্তরা৷ প্রথমবার এমন ঘনিষ্ঠ দৃশ্যে ভাইজানকে দেখে ঘুম ওড়ে অনেকেরই৷ কিন্তু সলমান জানালেন আদৌ দিশার ঠোঁট ছুঁয়ে চুমু আঁকেননি তিনি৷ কিন্তু তাই আবার হয় নাকি? গুঞ্জন ছড়াতেই আসল রহস্য ব্যাখ্যা করলেন খোদ সাল্লু৷ 

আরও পড়ুন- ফের বলিউডে করোনা হানা, প্রয়াত জনপ্রিয় অভিনেতা

ভাইজান জানান, সরাসরি দিশার ঠোঁটে নয়, তাঁর ঠোঁটে নাকি সেলোটেপ লাগিয়েই চুম্বন করেছেন তিনি৷ কিন্তু সে যাই হোক৷ ভক্তরা বলছেন সেলোটেপের উপরে তো চুম্বন করেছেন তিনি৷ আর এই চুম্বনেই ভেঙেছে তাঁর ৩২ বছরের ফিল্মি কেরিয়ারের শপথ৷ আসলে সাল্লু ভাই কোনও দিনই ছবি হিট করার পিছনে লিপলকের ভূমিকাকে প্রাধান্য দেননি৷ সেই ভাইজান দিশার ঠোঁটে ঠোঁট লাগিয়ে অন্তরঙ্গতায় মজেছেন, এই ছবি দেখে অনেকেই হতবম্ভ৷ পরে অবশ্য ক্যামেরার পিছনে লুকনো আসল গল্পের পর্দা ফাঁস করেন খোদ সলমন৷ উল্লেখ্য, সলমান খান ও দিশা পাটানির আপকামিং ছবি রাধেতে দিশার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায় বলিউডের মোস্ট এলিজিবল বেচেলারকে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + sixteen =