salary
কলকাতা: রাজ্য বিধানসভা বাজেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সিভিক ভলান্টিয়ারদের ভাতা ১০০০ টাকা বাড়াল রাজ্য সরকার। এর জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি, বাজেট বক্তৃতায় চন্দ্রিমা বলেন, এখন থেকে রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য৷ উল্লেখ্য, এত দিন এক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ ছিল।
বছরের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করেছিল নবান্ন। এ বার থেকে তাঁরা ৫,৩০০ টাকা করে বোনাস পাবেন বলে জানানো হয়৷ বাজাট ঘোষণার সময় মন্ত্রী চন্দ্রিমা আরও বলেন, সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের কর্মীরা অবসরের সময় এককালীন ২ থেকে ৩ লক্ষ টাকা পেতেন। এবার থেকে তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে।