‘ওঁর যৌনাঙ্গ ছুঁতে বাধ্য করেছিল!’ সাজিদের বিরুদ্ধে বিস্ফোরক শার্লিন, দায়ের এফআইআর

‘ওঁর যৌনাঙ্গ ছুঁতে বাধ্য করেছিল!’ সাজিদের বিরুদ্ধে বিস্ফোরক শার্লিন, দায়ের এফআইআর

মুম্বই:  সাজিদ খান ও শার্লিন চোপড়ার সম্মুখ সমরে সরগরম বলিউড। ফের সাজিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী৷ এবার অবশ্য এখানেই ক্ষান্ত হননি তিনি৷ পুলিশের কাছে এফআইআর-ও দায়ের করেছেন৷ সাজিদের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন অভিনেত্রী৷ ফাঁস করলেন প্রায় ১৭ বছর আগের এক তিক্ত অভিজ্ঞতা৷ 

আরও পড়ুন- ডেঙ্গিতে কাবু বলিউডের ‘ভাইজান’, বাতিল করলেন সমস্ত কাজ

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর থেকেই বিতর্কে পরিচালক সাজিদ খান৷ যৌন হেনস্থায় অভিযুক্ত সাজিদকে কী ভাবে রিয়্যালিটি শো-তে জায়গা দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। শুধু শার্লিন নন, সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন একাধিক মহিলা। বিতর্কের আবহেই ফের বিস্ফোরক শার্লিন৷ ২০০৫ সালের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী৷ তিনি বলেন, কাজের সুযোগ দেওয়ার নামে তাঁর সঙ্গে অভব্য আচরণ করার চেষ্টা করেছিলেন সাজিদ। তাঁর পুরুষাঙ্গে হাত দিতে বাধ্য করেছিলেন শার্লিনকে৷ কিন্তু এতদিন বাদে কেন এ কথা জানালেন অভিনেত্রী? তিনি বলেন, এতদিন ভয়ে মুখ খুলতে পারেননি৷ এখন যখন গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে, তখন মুখ খুলতে বাধ্য হলেন৷ তাঁর কথায়, তখন সাহস ছিল না, এখন আছে৷ 

এর আগেও সাজিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন শার্লিন৷ বলেছিলেন, ‘‘সাজিদ খান আমাকে ওঁর যৌনাঙ্গ প্রদর্শন করিয়েছিল। বলেছিল রেটিং দিতে। এবার বিগ বসের অন্দরে ঢুকে আমি ওকে রেটিং দিতে চাই।”  এমন একটা মানুষকে কী ভাবে সমর্থন করতে পারেন? সেই প্রশ্নও তুলেছিেন তিনি৷