আসানসোল: তৃণমূলের টিকিটে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন তারকা প্রার্থী সায়নী ঘোষ। বারবার বিতর্কের শিরোনামে উঠে আসা সায়নীই এখন আসানসোলে তৃণমূলের তুরুপের তাস। এক সময় সায়নী বাম সমর্থক হিসাবে পরিচিত ছিলেন। তবে অতীতকে পিছনে ফেলে তিনি এখন ঘাসফুল প্রার্থী। আর প্রার্থী হতেই কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারের ময়দানে। আসানসোলে মাটি কামড়ে প্রচার চালাচ্ছেন তিনি। তাঁর প্রতিপক্ষও বেশ হেভিওয়েট৷ তিনি আসানসোলেরই ভূমিকন্যা অগ্নিমিত্রা পাল৷ তিনি আবার বিজেপি’র মহিলা মোর্চার সভানেত্রী৷ এরই মাঝে রবিবার প্রচারের তাল কাটল সায়নীর৷ শাড়ির কুঁচি ধরে ছুট লাগালেন তিনি৷
আরও পড়ুন- বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, দিল্লিতে রিপোর্ট পাঠাল কমিশন!
কেন হঠাৎ শাড়ি ধরে ছুট লাগালেন সায়নী? প্রথমে কারণ কিছু বোঝা না গেলেও, ধীরে ধীরে স্পষ্ট হয় কারণ৷ জানা গিয়েছে, গতকাল আসানসোলের বার্নপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছিলেন সায়নী৷ রীতিমতো বাজনা বাজিয়ে চলছিল প্রচার৷ সকলের সঙ্গে হাসিমুখে কথাও বলছিলেন তিনি৷ তখনই তাঁকে ঘিরে ধরে ভক্তরা৷ সেলফি তোলার আবদার শুরু করে৷ সেই আবদারও মেটাচ্ছিলেন হাসিমুখে৷ কিন্তু এরই মধ্যে ঘটল ছন্দপতন৷ কর্মীদের মধ্যে কিছুটা গোলোযোগ হতেই শাড়ির কুঁচি ধরে ছুট লাগান সায়নী৷ প্রায় ৫০ মিটার পথ ছুটে চলেন তিনি৷ তারপর হাঁটতে শুরু করেন৷ সেই সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীদের সুরক্ষা বলয় তৈরি করার নির্দেশও দেন৷
আরও পড়ুন- ‘চাওয়ালা’ মোদীই ছিলেন তাঁর অনুপ্রেরণা, তবে প্রার্থী না হয়ে এখন বেশ খুশি কমল
পড়ে জানা যায়, রবিবার প্রচারের সময় কিছু ভক্ত তাঁর গা ঘেঁষে ভিড় জমাতে শুরু করেছিলেন৷ মেজাজ হারিয়েই ছুটে সেখান থেকে বেড়িয়ে যান তিনি৷ পরে অবশ্য মাথা ঠাণ্ডা করে ফের মানুষের সঙ্গে কথা বলেন৷ হাসিমুখে শুরু হয় তাঁর জনসংযোগ৷ মমতা বন্দ্যেপাধ্যায়ের যোগ্য সৈনিক হয়েই শুরু করেন প্রচার অভিযান৷ এই কেন্দ্রে লড়াই যে সহজ হবে না তা বোঝাই যাচ্ছে৷ সায়নীকে কড়া টক্কর দিতে চলেছেন অগ্নিমিত্রা৷ তাই ভোটে জিততে কোনও কসুরই রাখতে চাইছেন না সায়নী৷