কলকাতা: বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন তিনি৷ কিন্তু ফল প্রকাশের পর ফিরে আসেন পুরনো ঘরেই৷ পুরভোটের পর আক্ষরিক অর্থেই নিজের জায়গা ফিরে পেলেন সব্যসাচী দত্ত৷ বিধাননগর পুরনিগম ভোটে তৃণমূলের টিকিটে জয়ী হলেন তিনি৷ বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ড থেকে ৪ হাজার ৬৪৪ ভোটে জয়ী হয়েছেন সব্যসাচী। তবে কি তিনিই বিধাননগরের পরবর্তী মেয়র? এই বিষয়ে অবশ্য মুখ কুলুপ তাঁর। সাফা জানালেন, কে মেয়র হবেন, তা ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব, ঘোষণা করে দিলেন মমতা
সোমবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিলেন সব্যসাচী দত্ত। সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁর জয় নিশ্চিত হয়ে যায়। এর পর একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বিধাননগর পৌরনিগমের সকল আবাসিককে আমার জয় উৎসর্গ করছি। এই জয়ের কারিগর মমতা।’’ তাঁর কথায়, ‘চেয়ারে যেই বসুন না কেন, মমতাই মেয়র৷’
উল্লেখ্য, ভোটের দিন সকাল থেকে সরগরম ছিল বিধাননগর৷ পুরভোটে ব্যাপক ভোটলুঠ ও বহিরাগত আনিয়ে ভুয়ো ভোটের অভিযোগ তোলেন বিরোধীরা। এ প্রসঙ্গে সব্যসাচীর বক্তব্য, ‘‘সংবাদমাধ্যমের দৌলতেই তো বিরোধীরা বেঁচে রয়েছেন। বেঁচে থাকুন, সুখে থাকুন, ভাল থাকুন। সংগঠনের প্রতি নজর দিন।’’