কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সঙ্গে যোগসূত্রের ভিত্তিতে ইডির দফতরে তলব করা হয়েছিল তৃণমূলের যুব সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষকে৷ সেই তলবে সাড়া দিয়ে শুক্রবার সকালে হজিরা দেন তিনি৷ প্রায় ১১ ঘণ্টা জেরার পর শুক্রবার বেশি রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর দফতর থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী-নেত্রী৷ এর ঠিক পরের দিন, অর্থাৎ শনিবার প্রকাশিত হয় তৃণমূলের পঞ্চায়েত ভোটের প্রচারকারীদের তালিকা৷ এবং তাতে দেখা যায়, তালিকা থেকে বাদ পড়েছেন যুব সংগঠনের সভানেত্রী। আজ পঞ্চায়েত ভোটের প্রচারকারীদের যে তালিকা প্রকাশ করেছে শাসক দল, তাতে দলের প্রথমসারির নেতানেত্রীদের নাম থাকলেও, নাম নেই সায়নীর।
অথচ গত বুধবার পর্যন্ত দলের তরফে পঞ্চায়েত ভোটে তারকা প্রচারকদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে জ্বলজ্বল করছিল সায়নীর নাম৷ বৃহস্পতিবার ছিল ইদ৷ ওই দিন দলের তারকা প্রচারকারীরা পথে নামেননি। শুক্রবার সিজিও কমপ্লেক্সে যাওয়ায় ওই দিন প্রচারে যেতে পারেননি সায়নী৷ ওই দিন রাতে ইডি-র মিুখোমুখি হয়ে বেরিয়ে এলেও শনিবারের তালিকা থেকে সতর্কভাবেই সরিয়ে দেওয়া হল সায়নীর নাম৷
প্রসঙ্গত, গত মঙ্গলবার প্রচার চালানোর সময়ই ইডি-র নোটিশের কথা জানতে পারেন নেত্রী-অভিনেত্রী৷ ৪৮ ঘণ্টার নোটিস ডাকা হয় তাঁকে৷ বুধবারের প্রচার তালিকায় সায়নীর নাম থাকলেও ওইদিন ভোটের প্রচারে যাননি সায়নীকে। শুধু তাই নয়, ইডির তলব আসার পর থেকেই উধাও হয়ে গিয়েছিলেন যুব নেত্রী৷ তবে শুক্রবার নির্দিষ্ট সময়েই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সায়নী৷
ঘটনাচক্রে, শুক্রবারই মুক্তি পেয়েছে বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর ‘টিজার’। ওই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তৃণমূলের যুব নেত্রী। কিন্তু এদিন সে প্রসঙ্গেও কোনও প্রতিক্রিয়া জানাননি৷ তবে সিজিও কমপ্লেক্সে উপস্থিত সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘তদন্তের কাজে ১০০ শতাংশ সহযোগিতা করব৷ যতবার ডাকা হবে, তত বারই আসব।’’