মায়ের শরীর ভালো নেই, প্রচার থেকে সরে দাঁড়ালেন সায়নী, বুধে ইডির দফতরে যাবেন তো?

মায়ের শরীর ভালো নেই, প্রচার থেকে সরে দাঁড়ালেন সায়নী, বুধে ইডির দফতরে যাবেন তো?

 কলকাতা:  ছ’দিন পর মঙ্গলের প্রচারকারীদের তালিকায় তাঁর নাম রেখেছিল শাসক দল। কিন্তু মায়ের শরীর ভালো না থাকায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গেলেন না তৃণমবল কংগ্রেসের যুব সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। সকালে তৃণমূলের প্রচার তালিকায় তাঁর নাম দেখার পর অনেকেই অপেক্ষায় ছিলেন, প্রচার মঞ্চ থেকে সায়নীর বার্তা শোনার৷ কিন্তু দুপুরের আগেই তিনি জানিয়ে দিলেন, মায়ের অসুস্থতার জন্যে প্রচারে যেতে পারবেন না সায়নী। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, তাহলে বুধবার ইডির দফতরে যাবেন তো সায়নী?

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে যোগসূত্রের ভিত্তিতেই তলব করা হয় সায়নীকে৷ শুক্রবার টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে৷ ইডি সূত্রের খবর,যুব নেত্রীকে বেশ কিছু নথিপত্র সঙ্গে নিয়ে বুধবার ফের আসতে বলা হয়েছে। সায়নী নিজে বারবার বলেছেন, তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত৷ প্রয়োজনে ২৪ ঘণ্টাও ইডি দফতরে থাকতে পারেন৷ কিন্তু, ‘‘পরিবর্তিত পরিস্থিতি’-তে সায়নী নিজে সেই নথি নিয়ে যাবেন নাকি তাঁর আইনজীবী মারফত তা ইডির- দফতরে পাঠাবেন, তা এখনও নিশ্চিত নয়। ইডির আধিকারিকদের একাংশের বক্তব্য, সায়নী নিজে আসতে না-পারলেও লিখিত ভাবে তদন্তকারী সংস্থাকে বিষয়টি জানাতে পারেন।

গত শুক্রবারের পর বুধবার তাঁকে দ্বিতীয়বার তলব করেছে ইডি৷। তার ঠিক একদিন আগে তৃণমূলের প্রচার তালিকায় দেখা যায় সায়নীর নাম৷ ফলে আরও একবার পঞ্চায়েত ভোটের প্রচারে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। মঙ্গলবার তাঁর প্রচার করার কথা ছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের করাজগ্রাম গ্রাম পঞ্চায়েত ও সিংহী গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাচক্রে, এক সপ্তাহ আগে পূর্ব বর্ধমান জেলারই মন্তেশ্বরের  প্রচার করার সময় ইডির নোটিশ পেয়েছিলেন যুবনেত্রী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *