‘গোমূত্র দিয়ে গার্গল করে রায় দিতেন ওই বিচারক’! নাম না করে অভিজিৎকে বিঁধলেন সায়নী

‘গোমূত্র দিয়ে গার্গল করে রায় দিতেন ওই বিচারক’! নাম না করে অভিজিৎকে বিঁধলেন সায়নী

কলকাতা: ঘোষণা করেছিলেন আগেই৷ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপি’তে যোগদান করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ ইস্তফা দেওয়ার পরই সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তিনি৷

এমনকি নাম না করে রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তালপাতার সেপাই’ বলে কটাক্ষ করেছিলেন৷ নারী দিবসের প্রাক্কালে একহাত নিল তৃণমূল৷ মুখ্যমন্ত্রী মমতা বললেন, ভালো হয়েছে মুখোশটা খুলে গিয়েছে৷ এবার ওঁর বিচার করবে জনগন৷

অন্যদিকে, পৃথক মঞ্চ থেকে নাম না করে তোপ দাগেন সায়নী ঘোষ৷ তৃণমূল যুবনেত্রীর কথায়, গোমূত্র দিয়ে কুলকুচি করে এসে রায় দিতেন ওই বিচারপতি! এমনকি তিনি নির্বাচনে নামলে প্রাক্তন বিচারপতির জামানত বাজেয়াপ্ত করিয়ে দেবেন বলেও চ্যালেঞ্জও ছুড়ে দিলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী৷ 

এদিন বাঁকুড়ার হিন্দু হাইস্কুল মাঠে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছি৷ পাশাপাশি ‘জনগর্জন সভা’র প্রস্তুতি সভার ডাকও দেয় যুব তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন সায়নী। ওই সভা থেকেই নামোল্লেখ না করে সায়নী বলেন, ‘‘এক জন বিচারকের চেয়ারে বসে এত দিন অনেক বড় বড় কথা বলতেন। এখন বুঝতে পারছি তিনি যে রায়গুলি দিয়েছেন, সেগুলি গোমূত্র দিয়ে গার্গল করে এসে দিয়েছেন। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। ধিক্কার জানাই। আপনি এতদিন মানুষের বিচার করেছেন। এ বার মানুষ আপনার বিচার করবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =