ব্রিটিশ আমলে তৈরি কার্জন গেট নাকি বানিয়েছেন মমতা! সায়নীর মন্তব্যে শোরগোল বর্ধমানে

ব্রিটিশ আমলে তৈরি কার্জন গেট নাকি বানিয়েছেন মমতা! সায়নীর মন্তব্যে শোরগোল বর্ধমানে

Karjan Gate

বর্ধমান: ব্রিটিশদের তৈরি কার্জন গেট নাকি গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সায়নি ঘোষের মন্তব্যে হইচই৷ তৃণমূল যুব নেত্রীর দাবি, বারো বছর আগে নাকি বর্ধমানের ঐতিহ্যবাহী কার্জন গেটের অস্তিত্বই ঠিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই গেটটি তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এ রাজ্যের যাবতীয় ঝাঁ চকচকে রাস্তা, আলো সবই তৈরি হয়েছে তৃণমূল জমানায়। সায়নীয় বেফাঁস মন্তব্যে জোর বিতর্ক শুরু হয়েছে। তোপ দেগেছে বিরোধীরা৷ কোনও মন্তব্য করার আগে সায়নী যেন ইতিহাস পড়ে আসেন- পরামর্শ বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =