কলকাতায় ঢোকার আগেই শাহকে ৫১,০০০ চিঠি তৃণমূলের!

কলকাতায় ঢোকার আগেই শাহকে ৫১,০০০ চিঠি তৃণমূলের!

51,000 Letters

কলকাতা: বছর ঘুরলেই লোকসভা ভোট। এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ঘর গোছাতে চাইছে বঙ্গ বিজেপি’ও৷ এমতাবস্থায় ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দুপুরে ধর্মতলায় সভা করবেন তিনি। পাল্টা প্রস্তুতি নিচ্ছে তৃণমূলও৷ শাহী সভার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে ৫১ হাজার খোলা চিঠি দিল এ রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস। চিঠিতে বেশ কিছু প্রশ্ন তুলেছেন তৃণমূল যুব সংগঠনের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। পাশাপাশি, জানানো হয়েছে রাজ্যের ‘বকেয়া’ মেটানোর দাবিও।

শাহকে দেওয়া চিঠিতে সায়নীরা লিখেছেন, ক্ষমতার চোখে চোখ রেখে প্রশ্ন করার ঐতিহ্য বাংলার রয়েছে৷  সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে তৃণমূল যুব এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে কিছু প্রশ্ন করছেন। এর পর চিঠিতে একের পর এক অভিযোগ করা হয়েছে। ‘কেন্দ্রীয় বঞ্চনা’ কথা জানানো হয়েছে। সায়নী লেখেন, ‘‘কেন্দ্রীয় সরকার প্রতিহিংসাবশত বাংলার ন্যায্য পাওনা আটকে রেখেছে।’’ এখানেই শেষ নয়, বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলির নেতানেত্রীদের বাড়িতে ইডি, সিবিআই পাঠানোর যে ধারা চলছে, তার সমালোচনাও করেছেন তৃণমূলের যুবনেত্রী। দেশের ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যা নিয়েও সওয়াল করা হয়েছে৷ তৃণমূলের যুব নেতৃত্বের বক্তব্য, ‘‘অমিত শাহ কলকাতা সফরে আসছেন৷ তাঁর সঙ্গে সরাসরি সংযোগ করতেই এই চিঠি পাঠানো হয়েছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =