‘এসপি সিনহাই নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড’, আদালতে বিস্ফোরক দাবি CBI-এর

‘এসপি সিনহাই নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড’, আদালতে বিস্ফোরক দাবি CBI-এর

s p sinha

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাই গোটা চক্রের মাস্টারমাইন্ড৷ আদালতে চাঞ্চল্যকর দাবি করলেন সিবিআই-এর আইনজীবী৷ 

বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য-সহ বাকি অভিযুক্তদের শুনানি ছিল। এদিকে, শীর্ষ আদালতের নির্দেশ জামিনে মুক্ত রয়েছেন প্রসন্ন৷ তিনিও আজ আদালতে হাজির হন। প্রসন্নর জামিনের বিষয়টি তুলে ধরেই এদিন ধৃত এজন্ট প্রদীপ সিং এবং শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। সেই আবেদনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী৷ তিনি বলেন, ‘‘নিয়োগ দুর্নীতিতে যতজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সকলের সঙ্গে যোগসূত্র রয়েছে শান্তিপ্রসাদের। আসলে তিনিই এই দুর্নীতির মাস্টার মাইন্ড।’’ এদিন বিচারক অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেন৷ ৬ ডিসেম্বর পর্যন্ত তাঁদের জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 13 =