রূপশ্রী প্রকল্পে গ্রুপ সি পদে প্রচুর নিয়েগ, চটপট আবেদন করুন | Recruitment News

Rupashree project group c recruitment কলকাতা: যারা সরকারি চাকরির অপেক্ষায় রয়েছে, তাঁদের জন্য সুখবর৷  রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের অধীনে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা…

rupashree project group c recruitment

Rupashree project group c recruitment

কলকাতা: যারা সরকারি চাকরির অপেক্ষায় রয়েছে, তাঁদের জন্য সুখবর৷  রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের অধীনে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে৷ এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন৷ (rupashree project group c recruitment)

Group C Recruitment

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকেই কমার্স বিভাগের যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি প্রার্থীকে মাইক্রোসফট অফিস প্যাকেজের বিভিন্ন সফটওয়্যারে কাজ জানতে হবে। এছাড়াও স্প্রেড শিট এবং ট্যালি সফটওয়্যারেও কাজের দক্ষতা থাকতে হবে। যাঁদের আগে কাজের অভিজ্ঞসা রয়েছে, তাঁরা অগ্রাধিকার পাবেন৷ 

West Bengal government jobs

মাসিক বেতন ও বয়স

এই পদে প্রার্থীর প্রতি মাসে ১৫,০০০ টাকা বেচন দেওয়া হবে৷ আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

Rupashree project
আবেদনের পদ্ধতি

অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্রটি ডাউনলোড করার পর ফর্ম পূরণ করে আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আরও পড়ুন-

বাম আমলে কত শিক্ষক নিয়োগ? 

মাধ্যমিক পাশেই কনস্টেবল পদে কাজের সুযোগ

দীপাবলিতেই বড় উপহার! ৫০০০০ মানুষকে কাজের সুযোগ দেবেন রতন টাটা

রাজ্যের বিদ্যুৎ বণ্টন সংস্থায় কর্মী নিয়োগ, 

নামের আগে ডাক্তার লিখতে পারবেন না সন্দীপ ঘোষ, এল বড় পদক্ষেপ

নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতে পাকিস্তানি ছবি! কবে মুক্তি পাবে ‘মওলা জাট’? Pakistani movie release in India

‘DVC-র সঙ্গে সম্পর্ক রাখব কিনা ভাবতে হবে’! বললেন মমতা | Bengal Floods

‘এক দেশ এক নির্বাচন’ হলে বিরোধীরা কেন অসুবিধায় পড়বে? One Nation One Election

নাবালকদের জন্য পেনশন প্রকল্প চালু করল কেন্দ্র, রয়েছে শেয়ার,বন্ডে বিনিয়োগের সুযোগ!

Jobs: The West Bengal government is hiring for Group C positions under the Rupashree project. Apply now for exciting government job opportunities. Candidates with a commerce degree and proficiency in Microsoft Office and Tally are preferred.