তৃণমূলের বিধায়ক পদ থেকে আজই ইস্তফা তাপসের? বিজেপিতে যাওয়া নিয়ে চর্চা তুঙ্গে

তৃণমূলের বিধায়ক পদ থেকে আজই ইস্তফা তাপসের? বিজেপিতে যাওয়া নিয়ে চর্চা তুঙ্গে

tapas-roy-will-join-bjp-on-wednesday

কলকাতা: লোকসভা ভোটের নির্ঘন্ট এখনও প্রকাশিত হয়নি৷ তাঁর আগেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে দল বদলের খেলা৷ জোর জল্পনা, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন বিধায়ক তাপস রায়।

বেশ কিছু দিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল তাপসের৷ উত্তর কলকাতা জেলা সভাপতি পদ থেকে তাপসকে সরানোর পর থেকেই হতাশা বাড়ছিল তাঁর অনুগামী শিবিরে৷ বিভিন্ন বিষয়ে দল নিয়ে ক্ষোভ বাড়ছিল তাপসেরও। কখনও কখনও প্রকাশ্যে সেই ক্ষোভ উগরেও দিয়েছেন তিনি৷ তবে এবার আর ক্ষোভ প্রকাশ নয়, এতকেবারে দল ছাড়চে চলেছেন বরাহনগরের তৃণমূল বিধায়ক৷ তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর, সোমবার দুপুরেই বিধানসভায় গিয়ে বিধায়ক পদে ইস্তফা দিয়ে আসবেন তাপস৷ 

সম্প্রতি বরানগর পুরসভায় নিয়োগ দুর্নীতির সূত্রে তাপসের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি-র গোয়েন্দারা। সেই সময় অধীর চৌধুরী, নওশাদ সিদ্দিকী, সজল ঘোষের মতো নেতারা তাপসের পাশে দাঁড়ালেও, সে অর্থে তৃণমূল থেকে কেউ তাঁর পাশে এসে দাঁড়ায়নি৷ তা নিয়েও ক্ষোভ জমেছিল তাপসের মনে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =