rujira
কলকাতা: তলবে সাড়া৷ ইডির দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলেছিলেন ইডি-র আধিকারিকরা। সকাল ১০টা বেজে ৫৮ মিনিটে সিজিও কমপ্লেক্সে ঢোকে তাঁর গাড়ি। গাড়ি থেকে নেমেই সোজা ভিতরে ঢুকে যান রুজিরা।
নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমন পৌঁছায়। রুজিরা সেই তলবে সাড়া দেবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছিল। এদিকে, বুধবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় সিজিও কমপ্লেক্স৷ চারিদিকে ব্যারিকেড দেওয়া হয়। এরই দেখা যায় রুজিরার গাড়ি৷ ইডি-র দেওয়া সময়ের মধ্যেই হজির হন অভিষেক জায়া৷
উল্লেখ্য, এর আগে কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় সংস্থা রুজিরাকে তলব করলেও, নিয়োগ মামলার তদন্তে এই প্রথম ডাকা হল তাঁকে৷ গত বছর জুন মাসে শিশুপুত্রকে কোলে নিয়েই ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন রুজিরা। কয়লা পাচার মামলায় অভিষেকের পাশাপাশি তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অতীতে এই মামালয় দিল্লিতেও তলব করা হয়েছিল তাঁদের। তবে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন একা অভিষেক। সেই সময় কলকাতার ইডির দফতরে হাজিরা দেন অভিষেক-পত্নী।