বিদেশ যাত্রায় ‘বাধা’ দিচ্ছে ইডি, অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক-পত্নী রুজিরা

বিদেশ যাত্রায় ‘বাধা’ দিচ্ছে ইডি, অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক-পত্নী রুজিরা

1afdb3ceba59e744f80e024d163f0049

কলকাতা: তাঁর মা অসুস্থ৷ বিদেশ যাওয়াটা জরুরি৷ কিন্তু, বারবার বিমানবন্দরে তাঁকে বাধা দেওয়া হয়েছে৷ এবং বিনা কারণেই তাঁকে বিদেশে যেতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এমনই অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিদেশ যাত্রার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন রুজিরার আইনজীবী কপিল সিব্বল। সম্ভবত আগামী সপ্তাহেই মামলার শুনানি৷

এই মামলায় অভিষেক-পত্নীর বক্তব্য, ইডি দীর্ঘ দিন ধরেই তদন্ত করছে৷ কিন্তু, আগে বিদেশযাত্রার ক্ষেত্রে তাঁরা কোনও বিধিনিষেধ আরোপ করেনি। কিন্তু সম্প্রতি তাঁর বিদেশ যাত্রায় বাধা দেওয়া হচ্ছে এবং কোনও কারণ ছাড়াই তাঁকে বারবার আটকানো হচ্ছে। উল্লেখ্য, গত ৫ জুন কলকাতা বিমানবন্দরে রুজিরার পথ আটকান অভিবাসন দফতরের কর্মীরা। জানা যায়, দুই সন্তানকে নিয়ে বাইয়ের বিমান ধরার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু, বিমানে ওঠার আগেই তাঁকে ‘বাধা’ দেয় অভিবাসন দফতর। এবং বিমানবন্দরেই তাঁকে হাজিরার নোটিস ধরানো হয়। বেশ কিছু ক্ষণ অপেক্ষা করার পর তিনি ফিরে আসতে বাধ্য হন৷ 

অভিবাসন দফতর সূত্রে খবর, ইডির একটি মামলায় অভিষেক-জায়ার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি হয়েছে৷ সে জন্যেই তিনি বিদেশ যেতে পারবেন না। যদিও অভিষেকের ঘনিষ্ঠমহল সূত্রে জানা যায়, ইডির ওই মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়েছিল৷ সেই প্রেক্ষিতে তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই। তা সত্ত্বেও রুজিরাকে বিমানবন্দরে বাধা দেওয়া হচ্ছে৷ এই ঘটনায় অভিষেক আইনি পদক্ষেপ করতে পারেন বলে তখনই শোনা গিয়েছিল। সেই মতোই এবার সুপ্রিম কোর্টে গেলেন রুজিরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *