সুরাট: ফের উদ্ধার বান্ডিল বান্ডিল নোট৷ এবার টাকা উদ্ধার অ্যাম্বুলেন্স থেকে৷ পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল, অ্যাম্বুল্যান্স বোঝাই টাকা যাচ্ছে। সেই সূত্র ধরেই গাড়ি থামানো হয়৷ অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই হতবাক পুলিশ। অ্যাম্বুলেন্সের মধ্যে থরে থরে সাজানো ২,০০০ টাকার নোট। উদ্ধার ২৫ কোটি ৮০ লক্ষ টাকা। সবকটি নোটের গায়েই লেখা, রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া!
আরও পড়ুন- হোটেলের ঘর থেকে উদ্ধার মডেলের ঝুলন্ত দেহ, চিরকুটে লেখা ‘শুধু শান্তি চাই’, ঘনাচ্ছে রহস্য
ঘটনাটি গুজরাতের সুরাটের। গোপন সূত্রে কামরেজ থানার পুলিশ জানতে পারে, অ্যাম্বুল্যান্স বোঝাই নোট যাচ্ছে। অ্যাম্বুলেন্সটিকে ধরতে আমদাবাদ-মুম্বই রোডের উপর অপেক্ষা করছিল পুলিশ। একটি অ্যাম্বুল্যান্স আসতে দেখেই সেটিকে থামানো হয়। চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ হয়৷ চালককে পিছনের দরজা খুলতে বলেন এক অফিসার৷ দরজা খুলতেই চক্ষু চড়কগাছ৷ থরে থরে সাজানো রয়েছে দু’হাজার টাকার বান্ডিল। পুলিশ সুপার হিতেশ জয়সর জানিয়েছেন, অ্যাম্বুলেন্সের মধ্যে ৬টি কাগজের বাক্সে মোট ১,২৯০ টি নোটের বান্ডিল ছিল। টাকার পরিমাণ ২৫ কোটি ৮০ লক্ষ টাকা। উল্লেখ্য বিষয় হল সব কটি নোটের গায়েই লেখা ছিল রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অথচ লেখা থাকার কথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া! বান্ডিলের তলায় লেখা, এই নোট শুধুমাত্র সিনেমার শ্যুটিংয়ে ব্যবহারের জন্য৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>