CAA বিরোধী প্রতিবাদে ১২০ কোটি টাকার ‘কেলেঙ্কারি’! পর্দাফাঁস ইডি’র

CAA বিরোধী প্রতিবাদে ১২০ কোটি টাকার ‘কেলেঙ্কারি’! পর্দাফাঁস ইডি’র

নয়াদিল্লি: নাগরিক আইনের প্রতিবাদে যখন উত্তাল গোটা দেশ, ঠিক তখন আন্দোনের মদত দিতে কোটি কোটি টাকা বাজারে ছড়ানোর চাঞ্চল্যকর তথ্য পেশ করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ সোমবার ইডির তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশে চলতে থাকা নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ আন্দোলনের সঙ্গে কেরল ভিত্তিক পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআইয়ের সরাসরি যোগসূত্র রয়েছে৷ 

সিএএ বিরোধী বিভিন্ন অশান্তি, তাণ্ডব, সংঘর্ষ মদত দেওয়ার জন্য পিএফআইয়ের মধ্যে কোটি কোটি টাকা স্থানান্ত হয়েছে বলে জানতে পেরেছে ইডি৷ যদিও, ইডির দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে পিএফআই৷ ইডির দাবি ভিত্তিহীন বলেও জানানো হয়েছে পিএফআইয়ের তরফে৷ আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷

২০১৮ সাল থেকে ইডি মানি লন্ডারিং প্রতিরোধ আইন বলে পিএফআইয়ের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে৷ সর্ব ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি ইডি জানিয়েছে, ডিসেম্বরে সংসদে সিএএ অনুমোদনের পর, উত্তর প্রদেশের বিজনর, হাপুর, বাহরাইচ, শমলি, দাশনার মতো অঞ্চলগুলিতে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে৷ শুধু তাই নয়, প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্দোলনের জন্য অর্থ জোগাতে প্রায় ১২০ কোটি টাকা ৭৩টি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে৷ 

ইডি সূত্রে খবর, তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, ভারতের বাইরেও বেশ কিছু দেশ থেকে এই টাকার আমদানি হয়েছে৷ এমনকি পিএফআইয়ের কাশ্মীর শাখাও ১.৬৫ কোটি টাকা পেয়েছিল৷ ইডি এই টাকার আদান-প্রদান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রককে বিস্তারিত তথ্য পাঠিয়েছে৷ 

ইডির তদন্ত প্রসঙ্গে সর্বভারতীয় সংবাদমাধ্যমে পিএফআইয়ের সভাপতি ওয়াসিম আহমেদ জানিয়েছেন, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন৷ এই অভিযোগের ভিত্তিতে ওয়াসিম আহমেদকে গ্রেপ্তার করা হলেও উত্তর প্রদেশ পুলিশ তাঁর বিরুদ্ধে আদালতে ‘যথেষ্ট প্রমাণ’ দিতে ব্যর্থ হওয়ার, গত সপ্তাহে ওয়াসিম জামিনে মুক্তি পেয়েছেন৷ জামিন পাওয়ার পর ওয়াসিম আহমেদ সংবাদমাধ্যে বলেন, ‘‘সরকার কোনও নিরপেক্ষ প্রমাণ ছাড়াই সংগঠনটির ধ্বংস করার চেষ্টা করছে৷ গ্রেপ্তার হওয়া ২৫ জন পিএফআই সদস্যের মধ্যে ১৯ জনকে জামিন দেওয়া হয়েছে৷ কারণ পুলিশ আমাদের বিরুদ্ধে কোনও প্রমাণ খুঁজে পায়নি৷’’ এবার দেখার বিষয় আগামী দিনে জল কোনদিকে গড়ায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + six =