আবারও যাদবপুরে মেন হস্টেল, ফের র‌্যাগিং-এর অভিযোগ, নাম গোপন রেখে চিঠিতে নালিশ

আবারও যাদবপুরে মেন হস্টেল, ফের র‌্যাগিং-এর অভিযোগ, নাম গোপন রেখে চিঠিতে নালিশ

Ragging

কলকাতা: ফের শিরোনামে যাদবপুর৷ আবারও উঠল র‌্যাগিংয়ের অভিযোগ৷ তাও আবার বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে৷ নাম গোপন রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠিতে অভিযোগ জানিয়ে হস্টেল ছাড়লেন স্নাতকোত্তরের প্রথম বর্ষের এক ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে৷ 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের সিডি ব্লকের আবাসিক ছিলেন প্রথম বর্ষের ওই পড়ুয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি চিঠি লিখে তিনি বলেন, তাঁকে ক্রমাগত হেনস্থা করা হচ্ছে। তিনি হস্টেলে নিরাপত্তার অভাব বোধ করছেন। তাই হস্টেল ছাড়তে বাধ্য হচ্ছেন৷

ওই চিঠি থেকে জানা গিয়েছে, অভিযোগকারী ছাত্র দর্শন বিভাগের পড়ুয়া৷ তিনি স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্র। ওই চিঠিতে কর্তৃপক্ষকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘‘হস্টেলে যাওয়ার পর থেকে আমার উপর নানা ভাবে র‌্যাগিংয়ের চেষ্টা করা হয়েছে। হস্টেলে মেস চালু হওয়ার পর, আমাকে মেস কনভেনর করা হয়। কিন্তু, আমি নতুন (আবাসিক)। এবং আমার সঙ্গে আরও এক জন মেস কনভেনরও নতুন। তাই মেস কমিটি যে ভাবে বাজার করতে বলে, সেই ভাবে বাজার করি। তা সত্ত্বেও গত ২৫ নভেম্বর সকালে বাজারের পর মাছের টুকরো কেন ছোট এবং ডাল কেন পাতলা হয়েছে, এই বলে আমাকে অকথ্য গালাগালি করা হয়।’’

ওই ছাত্র আরও লেখেন, ‘‘আমায় বাদ দিয়ে আমায় নিয়ে একটা জিবি ডাকা হয় এবং তাতে এটা বলা হয় যে, ‘ওর খুব অ্যাটিটিউড। তাই ওকে একটু টাইট দিতে হবে।’’ ওই ছাত্র জানান, এর পর থেকেই তাঁকে দেখে নানা অঙ্গভঙ্গি করতে শুরু করেন কয়েক জন আবাসিক। এতে তিনি নিরাপত্তার অভাব বোধ করেন৷ তাঁর বক্তব্য, ‘‘হস্টেলে থাকতে সেফ ফিল করছি না। আর আমার পক্ষে বাইরে থেকে পড়াশোনা চালানো সম্ভব নয়।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + nine =