ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম তোলা হয়েছে, গুরুতর অভিযোগ শুভেন্দুর

ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম তোলা হয়েছে, গুরুতর অভিযোগ শুভেন্দুর

কলকাতা: বাংলায় ভোট পূর্ববর্তী রাজনৈতিক আবহে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে শাসক-বিরোধী দ্বন্দ্বের উত্তাপ ছড়াচ্ছে। ভোটের আগে ভোটার তালিকা নিয়েও একাধিক গোলমালের খবর সামনে আসছে। কিছুদিন আগেই জেলায় জেলায় অজস্র মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জমা পড়েছিল। এবার ভোটার তালিকা নিয়ে আরও গুরুতর অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

রোহিঙ্গা সহ একাধিক অবৈধ ভোটারদের নাম তালিকায় ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেস, মনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, অবিলম্বে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করার দাবিও জানিয়েছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর শাসকদলের বিরুদ্ধে এহেন অভিযোগে তাই এখন রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি।

বিজেপির প্রাক-নির্বাচনী সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি জানান, প্রতি বিধানসভা কেন্দ্রপিছু রোহিঙ্গা ও অন্যান্য অসংখ্য অবৈধ ভোটারের নামের তালিকা তৈরি করেছে তৃণমূল। সেই তালিকা নবান্নে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর মতে, প্রশাসন হয়ে সেই সমস্ত নাম মূল ভোটার তালিকায় ঢুকেছে। শাসকদলের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগের পর দলীয় নেতৃত্বকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন , সমস্ত অবৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে অবিলম্বে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। এই মর্মে বিজেপি নেতৃত্বকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতেও বলেছেন শুভেন্দু অধিকারী। এদিন ভারতীয় জনতা পার্টির ওই সাংগঠনিক কার্যক্রম বৈঠকে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন, অমিত মালব্য এবং শিবপ্রকাশ।

গেরুয়া শিবির সূত্রের খবরে জানা গেছে, চলতি মাসের মধ্যেই বুথ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। ১০০% বুথে না হলেও রাজ্যের বেশিরভাগ বুথেই তা করা হবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 1 =