রকের ‘চম্পা’-‘লুল্লুড়ি’ এবার শব্দকোষে?

কলকাতা: সময়ের সঙ্গে সঙ্গে বদলে চলেছে মুখের ভাষা৷ কলেজ-ক্যান্টিন থেকে রাস্তার রক কিংবা ট্রেনে-বাসে যেতে যেতে এমন অনেক ভাষা কানে ভেসে আসে যা আগে শোনা…

কলকাতা: সময়ের সঙ্গে সঙ্গে বদলে চলেছে মুখের ভাষা৷ কলেজ-ক্যান্টিন থেকে রাস্তার রক কিংবা ট্রেনে-বাসে যেতে যেতে এমন অনেক ভাষা কানে ভেসে আসে যা আগে শোনা যেত না৷ যেমন-‘চুলবুলি’, ‘চম্পা’, কিংবা ‘বাওয়াল’-এর মতো শব্দবন্ধ৷

চুলবুলি মানে সুন্দরী। বাওয়াল মানে ঝামেলা। আবার চম্পা মানে ফাটাফাটি। এসবের মানে প্রায় সকলেই জানে। কিন্তু ‘লুল্লুড়ি’? এর মানে হল ‘পিরিত’ বা ‘ইন্টুমিন্টু’৷ এবার এই সব শব্দগুচ্ছকে এক জায়গায় এনে শব্দ কোষ বা ডিকশনারি তৈরির চিন্তাভাবনা নিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়৷ সম্প্রতি প্রয়োগের বাংলা, ব্যবহারের বাংলা নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল৷ সেখানেই এই সব চলতি ভাষার কথা উঠে আসে৷ সেই শব্দগুলিকেই তাঁরা জায়গা দিতে চাইছে শব্দকোষে৷