তৃতীয় দফার গরীব প্রার্থীর সম্বল জানেন?চোখে জল আসবে

তৃতীয় দফার গরীব প্রার্থীর সম্বল জানেন?চোখে জল আসবে

দিল্লি: ১৮ তম লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় সবথেকে বড়লোক প্রার্থী কে? কারই বা সম্বল মাত্র ১০০ টাকা? কার কাছে কত সম্পত্তি? 

দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। এর মধ্যে সবচেয়ে ধনী প্রার্থীর যেখানে সম্পত্তির পরিমাণ ১৩৬১ কোটি টাকা, সেখানে সবচেয়ে গরিব প্রার্থীর পকেটে আছে মাত্র ১০০ টাকা! তথ্য বলছে, তৃতীয় দফার প্রার্থীদের মধ্যে সম্পত্তির নিরিখে শীর্ষে রয়েছেন দক্ষিণ গোয়ার বিজেপি প্রার্থী তথা শিল্পপতি পরিবারের পুত্রবধূ পল্লবী ডেম্পো। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ ১,৩৬১ কোটি ৬৮ লক্ষ ৩৮ হাজার ৭৩১ টাকা। লন্ডন-দুবাইতে বিলাসবহুল বাড়ি রয়েছে তাঁর নামে। এছাড়াও আছে একাধিক দামী গাড়ি। ধনীর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন মধ্যপ্রদেশের গুনার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর সম্পত্তির পরিমাণ ৪২৪.৭৪ টাকা। তৃতীয় স্থানে রয়েছেন মহারাষ্ট্রের কোলাপুর আসনের কংগ্রেস প্রার্থী ছত্রপতি শিবাজি মহারাজের বংশধর ছত্রপতি শাহু শাহাজি। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৪২ কোটি ৮৬ লক্ষ টাকার বেশি। আর এই তৃতীয় দফার ভোটে সবচেয়ে গরিব প্রার্থী ইফরান আবু তালিব চাঁদ। মহারাষ্ট্রের কোলাপুর আসনে নির্দল প্রার্থী হিসাবে লড়ছেন পেশায় খেতমজুর ইফরানের সম্পত্তির পরিমাণ মাত্র ১০০ টাকা। তাঁর প্যান কার্ড পর্যন্ত নেই। নিজের বাড়ি, জমি নেই। অন্যের জমিতে মজুরি খাটেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *