ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রিয়া, এবার মিডিয়া ট্রায়াল নিয়ে অভিযোগ সুশান্তের বান্ধবীর

মুম্বই: একের পর এক নতুন মোড় নিচ্ছে সুশান্ত সিং মৃত্যু মামলা। কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে ওঠা এফআইআর বিহার থেকে মুম্বই সরিয়ে আনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রিয়া চক্রবর্তী। এবার ফের সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের করলেন রিয়া। এবার তাঁর অভিযোগ সংবাদমাধ্যম কারণে অকারণে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে। কার্যত যেন তাঁকে তাক করে বসেই রয়েছে মিডিয়া। এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী ও সুশান্তের বান্ধবী। 

মুম্বই: একের পর এক নতুন মোড় নিচ্ছে সুশান্ত সিং মৃত্যু মামলা। কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে ওঠা এফআইআর বিহার থেকে মুম্বই সরিয়ে আনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রিয়া চক্রবর্তী। এবার ফের সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের করলেন রিয়া। এবার তাঁর অভিযোগ সংবাদমাধ্যম কারণে অকারণে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে। কার্যত যেন তাঁকে তাক করে বসেই রয়েছে মিডিয়া। এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী ও সুশান্তের বান্ধবী। 

শুধু তাই নয়। মিডিয়া ট্রায়াল ছাড়া আরও অনেক অভিযোগ রয়েছে রিয়ার। তাঁর অভিযোগ, বিহার পুলিশ যেভাবে তদন্ত চালাচ্ছে তা নাকি বিচার ব্যবস্থা অনুযায়ী হচ্ছে না। এমনকী বিহার পুলিশ যে সিবিআইয়ের হাতে মামলা তুলে দিয়েছে তাও বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলে দাবি রিয়ার। বরং বিহার পুলিশের উচিত ছিল মামলাটি মহারাষ্ট্র পুলিশের হাতে তুলে দেওয়া। নিজের অভিযোগপত্রে রিয়া এও জানিয়েছেন, বিহার নির্বাচন শিয়রে। তাই সুশান্তের সেন্টিমেন্ট ব্যবহার করতে ফায়দা তুলতে চাইছে মিডিয়া। অভিনেতা আশুতোষ ভাক্রে এবং সমীর শর্মাও গত ৩০ দিনে আত্মহত্যা করেছেন। কিন্তু সেই বিষয়ে কোনও উচ্চবাচ্য নেই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ক্ষেত্রে, বিহারের মুখ্যমন্ত্রী পাটনায় এফআইআর নিবন্ধনের জন্য দায়ী বলে অভিযোগ রিয়ার। তিনি এও জানিয়েছেন 2G স্ক্যাম ও তলওয়ার মামলার সময়ও এভাবে মিডিয়া ট্রায়াল হয়েছিল। কিন্তু পরে তাঁরা নির্দোষ প্রমাণিত হয়েছেন। এই বিষয়ে আগামীকাল শুনানি হবে সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন: নেটদুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছে প্রিয়াঙ্কার বোন মীরা চোপড়ার হট ছবি

প্রসঙ্গত সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জানতে ও আর্থিক তছরূপ সংক্রান্ত মামলা জিজ্ঞাসাবাদ করতে ইতিমধ্যেই রিয়াকে ডেকেছিল ইডি। তাঁর ভাই সৌভিক, বাবা এবং বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, মুম্বইয়ের খার এলাকায় রিয়ার ফ্ল্যাট নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। বছরে মেরেকেটে ১৫ লক্ষ টাকা আয় করে রিয়া কীভাবে এত দামী ফ্ল্যাট কিনলেন? আর কীভাবেই বা এত বিলাসবহুল জীবনযাপন করতেন, তা নিয়েও প্রশ্ন করেন তাঁরা। বিহারের রাজীবনগর থানায় সুশান্তের বাবা কে কে সিংয়ের দায়ের করা ১৫ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ নিয়েও জিজ্ঞাসাবাদ চালায় ইডি। এছাড়া সিবিআইয়ের তরফেও তদন্ত শুরু হয়েছে। রিয়া চক্রবর্তীকে তারাও জিজ্ঞাসাবাদ করবে বলেও খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 5 =