কলকাতায় রয়েছে রিয়া চক্রবর্তীর বিলাসবহুল আবাসন, মিলল সূত্র

সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সুশান্তের ভক্তরা রিয়ার শাস্তির দাবিতে মুখর হয়েছেন। সুশান্তের পরিবারের তরফেও একাধিক অভিযোগ আনা হয়েছে অভিনেত্রী তথা সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে। বর্তমানে সিবিআই, ইডি ও নারকোটিক্স কন্ট্রোল এই তিন সংস্থা সুশান্ত মৃত্যু তদন্তের ভার নিয়েছে। এবার কলকাতাতেও রিয়া চক্রবর্তীর একটি আবাসন আছে, এ কথা জানা গেল একটি বাংলা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে।

মুম্বই ও কলকাতা: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে নিয়ে প্রতিদিনই একাধিক তথ্য সামনে আসছে। সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সুশান্তের ভক্তরা রিয়ার শাস্তির দাবিতে মুখর হয়েছেন। সুশান্তের পরিবারের তরফেও একাধিক অভিযোগ আনা হয়েছে অভিনেত্রী তথা সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে। বর্তমানে সিবিআই, ইডি ও নারকোটিক্স কন্ট্রোল এই তিন সংস্থা সুশান্ত মৃত্যু তদন্তের ভার নিয়েছে। এবার নজরে রিয়া চক্রবর্তীর কলকাতার একটি আবাসন।ষ্ধ্প্র্্

রিয়া চক্রবর্তীর নামে কুৎসা রটতেই নেটিজেনদের ক্ষোভের শিকার হচ্ছেন বাংলার মেয়েরাও। সম্প্রতি এই ঘটনার প্রতিবাদে মুখর হয়েছিলেন কলকাতার বিখ্যাত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানে কলকাতার সঙ্গে রিয়ার সংযোগ থাকায় এই ঘটনায় যে নেটিজেনরা পারদ চড়াবে তা বলাই বাহুল্য। যাইহোক, নতুন পাওয়া এই তথ্যে জানা গিয়েছে, কলকাতার কবি নজরুল মেট্রো স্টেশনের খুব কাছেই একটি বিলাসবহুল ফ্ল্যাট আছে রিয়ার। গড়িয়ার রামকৃষ্ণ নগরের ভিক্টোরিয়া গ্রিনস আবসনের এ৬ টাওয়ারের ৩০২ নম্বর ফ্ল্যাটটি কিনেছিলেন রিয়ার ঠাকুরদা শিশির চক্রবর্তী। শিশির বাবুর দুই ছেলের নামে এই আবাসন কেনা হলেও বর্তমানে এই আবাসনের পাওয়ার অফ অ্যাটর্নি আছে রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তীর নামে।

যদিও কোনও দিনই রিয়ার পরিবার কলকাতায় বসবাস করেনি বলেই জানা গিয়েছে। ২০১৮ সালে শুধু একবারের জন্যই কলকাতায় এসেছিলেন রিয়ার মা-বাবা। রক্ষণাবেক্ষণের হিসাব সামলে ব্রোকারের মাধ্যমে ওই ফ্ল্যাটটি ভাড়া দিয়ে দেন তাঁরা। এরপর আর কখোনই সেখানে আসেননি রিয়া কিংবা তাঁর পরিবার। সম্প্রতি রিয়া ও তাঁর ভাই শৌভিককে সুশান্ত তদন্তে দ্বিতীয় বারের জন্যে জেরা করেছিল সিবিআই, কিন্তু রিয়ার উত্তরে সন্তুষ্ট হতে পারেনি সংস্থা। তাই রিয়ায়কে আবারও ম্যারাথন জেরা করা হবে বলে জানিয়েছে সিবিআই। পাশাপাশি নারকোটিক্স কন্ট্রোলও সুশান্ত মৃত্যু তদন্তে রিয়ার বয়ান রেকর্ড করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *