জুনিয়র ডাক্তারদের সমর্থন! আরজি করে সিনিয়রদের গণ ইস্তফা

RG Kar senior doctors mass resignation কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় লাগাতার অনশন চালাচ্ছে জুনিয়র ডাক্তাররা। এবার তাঁদের পাশে দাঁড়ালেন সিনিয়ররা৷ আরজি কর থেকে…

RG Kar senior doctors mass resignation

RG Kar senior doctors mass resignation

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় লাগাতার অনশন চালাচ্ছে জুনিয়র ডাক্তাররা। এবার তাঁদের পাশে দাঁড়ালেন সিনিয়ররা৷ আরজি কর থেকে গণ ইস্তফা দিলেন সিনিয়রর চিকিৎসকেরা৷ প্রায় ৫০ জন সিনিয়র চিকিৎসক এদিন ইস্তফা দেন৷  (RG Kar senior doctors mass resignation)

আমরণ অনশনে জুনিয়র চিকিৎসকেরা RG Kar senior doctors mass resignation

গত অগাস্ট মাসে আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ৷ নৃশংস ভাবে ধর্ষণ করার পর খুন করা হয় তাঁকে। প্রতিবাদে গর্জে ওঠেন জুনিয়র ডাক্তাররা৷ বিক্ষোভের আঁচ ছড়িয়ো পড়ে গোটা বাংলা তথা দেশে৷ কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে সেই আন্দোলন স্তিমিত হয়ে যায়নি বরং আরও তীব্র হয়ে উঠেছে। প্রতিবাদ মিছিল, বৈঠক, অবস্থানের উর্ধ্বে উঠে এবার শুরু হয়েছে আমরণ অনশন।

দশ দফা দাবি

প্রাথমিক ভাবে ৬ জন জুনিয়র চিকিৎসক অনশনে বসেন৷ কিন্তু, ক্রমেই বড় হচ্ছে সেই আন্দোলন৷ একের পর এক চিকিৎসক অনশনে সামিল হচ্ছেন। দশ দফা দাবি পূরণের লক্ষ্যে নেমেছেন তাঁরা৷ পাশাপাশি ১২ ঘণ্টার প্রতীকী অনশন করছেন সিনিয়র চিকিৎসকরা।

স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধাক্কা

এরই মধ্যে বিভিন্ন বিভাগীয় প্রধানের পদ থেকেও ইস্তফা দিতে শুরু করেন সিনিয়র চিকিৎসকেরা৷ পুজোর মধ্যে এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে৷

আরও পড়ুন-

“…অসুর নিধন” তিলোত্তমার মা-বাবার অডিও মেসেজ!

আরজি কর ঘটনার ৫৮ দিনের মাথায় প্রথম চার্জশিট দিল CBI,

RG Kar : স্বচ্ছ ভাবে চলবে জুনিয়র চিকিৎসকদের অনশন,

Bengal: Junior doctors continue their hunger strike in Dharmatala, protesting the RG Kar case. Senior doctors join in solidarity, with 50 resigning. The August incident sparked widespread outrage. The ongoing protests highlight a major healthcare crisis in West Bengal.