বিরাট চক্রান্ত! নির্যাতিতার পোস্টমর্টেম নিয়ে বিস্ফোরক দাবি আরজিকরের চিকিৎসকের, এবার জালে কে? postmortem controversy

RG Kar Case Investigation নিজস্ব প্রতিনিধি: বিরাট চক্রান্তের যে শিকার হয়েছিলেন আরজি করের তরুণী চিকিৎসক, সে কথা আর নতুন করে বলার কিছু নেই। তদন্ত যত এগোচ্ছে…

RG Kar Case Investigation

RG Kar Case Investigation

নিজস্ব প্রতিনিধি: বিরাট চক্রান্তের যে শিকার হয়েছিলেন আরজি করের তরুণী চিকিৎসক, সে কথা আর নতুন করে বলার কিছু নেই। তদন্ত যত এগোচ্ছে ততই নিত্য নতুন তথ্য উঠে আসছে। এবার পোস্টমর্টেম নিয়ে বিস্ফোরক দাবি করলেন আরজি করের চিকিৎসক। যে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। কেন অত তাড়াতাড়ি ময়নাতদন্ত করা হয়েছিল নির্যাতিতা তরুণীর, তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন আরজি করে চিকিৎসক অপূর্ব বিশ্বাস। উল্লেখ্য আর জি কর কাণ্ডে রবিবার ফের সিবিআই দফতরে তলব করা হয় চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে এবং সৌরভ পালকে। সেই সঙ্গে ডাকা হয়েছিল চিকিৎসক অপূর্ব বিশ্বাসকেও। ‌ নির্যাতিতার মৃতদেহের ময়নাতদন্ত যে তিন চিকিৎসক করেছিলেন, তাঁদের মধ্যে একজন হলেন অপূর্ব বিশ্বাস। ফরেনসিক মেডিসিনের অধ্যাপক চিকিৎসক অপূর্ব রবিবার সিবিআই দফতর থেকে বেরিয়ে বলেছেন,”এক প্রাক্তন কাউন্সিলর সেদিন তড়িঘড়ি ময়না তদন্ত করতে চাপ দিয়েছিলেন। নিজেকে অভয়ার কাকা পরিচয় দেওয়া ওই প্রাক্তন কাউন্সিলর সেখানে ছিলেন। তিনি বলেছিলেন ওই দিন পিএম (পোস্টমর্টেম) না হলে রক্তগঙ্গা বয়ে যাবে।”(RG Kar Case Investigation)

Junior Doctors
আরজি কর

ময়না তদন্ত নিয়ে প্রশ্ন RG Kar Case Investigation

নির্যাতিতার ময়না তদন্ত নিয়ে বহু প্রশ্ন উঠেছে। যে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও। কিন্তু অপূর্ব এখন এ কথা বললেও বিষয়টি নিয়ে বহু প্রশ্ন উঠছে। যখন তাঁদের এমন হুমকি দেওয়া হয়েছিল তখন কেন তিনি পুলিশকে জানাননি সেই প্রশ্ন উঠছে। নাকি এতটাই ভীতি প্রদর্শন করা হয়েছিল যে তিনি বা তাঁর সঙ্গী চিকিৎসকরা মুখ খোলার সাহস পাননি? ওই প্রাক্তন কাউন্সিলর কোন দলের? তিনি কি শাসক দলের সঙ্গে যুক্ত? তাঁকে কেন চিহ্নিত করা যাচ্ছে না? নাকি যথা সময়ে তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই? এই সমস্ত বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে সব মহলে।

RG Kar Cisf
আরজি কর

চিকিৎসক অপূর্ব বিশ্বাসের দাবি

তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার তাহলে সিবিআইয়ের জালে কে ধরা পড়তে চলেছেন? ফের কোনও প্রভাবশালীকে গ্রেফতার করা হবে? ২৭ সেপ্টেম্বর আরজিকর মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগে তদন্তে আরও গতি বাড়িয়েছে সিবিআই। এই পরিস্থিতিতে চিকিৎসক অপূর্ব বিশ্বাস যে দাবি করলেন তা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে সিবিআই এবার কী পদক্ষেপ করে সেটাই দেখার।

আরও পড়ুন

সুকন্যাকে নিয়ে বাড়ি ফিরলেন অনুব্রত! 

রাত দখলের ঠ্যালা!

আর এক মুহূর্তও দিল্লিতে নয়! 

আরজি কর কাণ্ডে এবার সিবিআই রাডারে টিএমসিপি নেতা!

কথা রেখে জরুরি পরিষেবা দেওয়া শুরু জুনিয়র ডাক্তারদের,

জেলমুক্ত কেষ্ট! ১০ লক্ষ টাকা বন্ডে গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত

Bengal: The RG Kar case has revealed shocking details about the young doctor’s situation. As the investigation unfolds, new information continues to emerge. Doctor Apurba Biswas has made explosive claims regarding the rushed postmortem of the victim.