ভোটের মুখে ফের বদলি, রিটার্নিং অফিসার পদে বদল!

ভোটের মুখে ফের বদলি, রিটার্নিং অফিসার পদে বদল!

ecf192d0b9837609c9fe52626868afb4

কলকাতা: ভোটের মুখে বদলা-বদলি নির্বাচনী পদে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে বদলের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ওই পদে নিয়োগের জন্য তিনজনের তালিকা প্রস্তুত করছে কমিশন। অন্যদিকে, বদল হল হলদিয়া মহাকুমার পুলিশ আধিকারিক ও পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সার্কেল ইন্সপেক্টর।

রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এই দফায় ভোট গ্রহণ হবে রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে। মুখোমুখি মমতা-শুভেন্দু-মীনাক্ষী। কলকাতার ১১ বিধানসভা কেন্দ্রে আগামী ১০ এপ্রিল ভোটগ্রহণ। তার আগেই কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বালিগঞ্জ কেন্দ্রের রিটার্নিং অফিসারকে বদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। গত ১০ বছর ধরে ১৬১ বালিগঞ্জ কেন্দ্রের রিটার্নিং অফিসার পদে রয়েছেন অরিন্দম মণি। তাকে নির্বাচনের ঠিক আগেই অন্য পদে বদলি করে দেওয়া হয়েছে। বালিগঞ্জ কেন্দ্রের রিটার্নিং অফিসার পদে নিয়োগের জন্য তিন জনের একটি তালিকা তৈরি করা হচ্ছে।

অন্যদিকে, ভোটের মুখে বদলে দেওয়া হল হলদিয়া মহাকুমার পুলিশ আধিকারিককে। ভোটগ্রহণের ঠিক দু’দিন আগে এই পদের বরুণ বৈদ্যকে সরিয়ে তার জায়গায় উত্তম মিত্রকে বসাল কমিশন। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সার্কিট ইন্সপেক্টর বিচিত্রা বিকাশ রায়কেও সরিয়ে দেওয়া হয়েছে। তার পদে শেষ মুহূর্তে বসানো হয়েছে শীর্ষেন্দু দাসকে। ভোটের ঠিক মুখেই নির্বাচনী পদগুলিতে এই বদল কি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *