ফের অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যের

ফের অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যের

কলকাতা: বাজারে চাকরির আকাল৷ তার উপর করোনা কোপে মুখ থুবড়ে পড়েছে দেশ থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি৷ প্রভাব পড়তে পারে কর্মসংস্থানেও, আশঙ্কা পর্যবেক্ষক মহলে৷ করোনার জেরে তৈরি হওয়া পরিস্থিতি মোকাবিলায় এবার  চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যের৷

চিকিৎসা পরিষেবার সচল রাখতে কর্মক্ষম ডাক্তার থেকে শুরু করে নার্স-সহ প্যারামেডিক্যাল স্টাফদের অবসরের পরও পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ অবসরের পর পরিষেবা দিতে ইচ্ছুক এমন ডাক্তার, নার্স ও প্যারামেডিক্যাল স্টাফদের দু’বছরের জন্য পুনর্নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

জানা গিয়েছে, গত দু’বছরে অন্তত ২০০০ ডাক্তার থেকে শুরু করে নার্স ও প্যারামেডিক্যাল স্টাফ অবসর গ্রহণ করেছেন কিংবা করবেন৷ ফলে, এক লপ্তে বিশাল সংখ্যক ডাক্তার, নার্স ও প্যারামেডিক্যাল স্টাফের ঘাটতি মেটাতে অবসরের পরও তাঁদের প্রথমিকভাবে দু’বছরের জন্য পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর৷ এই মুহূর্তে বাংলার ডাক্তাররা অন্তত ৬৫ বছর পর্যন্ত কাজ করতে পারেন৷ নার্সিং স্টাফদের অবসর নেওয়ার বয়স ৬২ বছর৷ প্যারামেডিক্যাল স্টাফদের ক্ষেত্রে ৬০ বছরে অবসর দেওয়ার ব্যবস্থা রয়েছে৷

জানা গিয়েছে, ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্যের সরকারি হাসপাতালে অন্তত ৩০ হাজারের বেশি বেড বেড়েছে৷ ন’টি নতুন মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে৷ ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে রাজ্য সরকার৷ ফলে, পরিষেবার বহড় বাড়লেও সেই তুলানায় বাড়েনি ডাক্তার, নার্স ও প্যারামেডিক্যাল স্টাফের সংখ্যা৷ নতুন করে কয়েক হাজার শূন্যপদে নবার্স নিয়োগের প্রস্তুতি চলছে৷ তবুও রয়ে গিয়েছে বিপুল ঘাটতি৷ সেই ঘাটতি মেটাতে এবার অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 2 =