মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল, জানাল পর্ষদ

মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল, জানাল পর্ষদ

04d13db1fa1c6de95666d767e2620fab

কলকাতা: লোকসভা ভোট আবহেই মাধ্যমিকের ফল প্রকাশের ইঙ্গিত৷ সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। তেমনটাই পর্ষদ সূত্রে জানা যাচ্ছে। নির্দিষ্ট সময় উল্লেখ না করলেও পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমাদের কাছে প্রায় সম্পূর্ণ ফলাফলই চলে এসেছে। সরকারের নির্দেশ এলেই মার্কশিট-সহ তা প্রকাশ করা হবে।’

মার্কশিট ছাপা হতে যে টুকু সময় লাগে, সেটুকু ধরে নিয়েই মে মাসের প্রথম সপ্তাহের কথা উল্লেখ করা হয়েছে৷ সরকার সবুজ সংকেত দিলেই ওই সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে৷ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ফল তৈরি। এবার অনলাইনে ফল এসেছে৷ যার ফলে গোটা প্রক্রিয়াই দ্রুত সম্পন্ন করা গিয়ছে। প্রথমে অনলাইনেই ফল প্রকাশ করা হবে। এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি৷ শেষ হয় ১২ তারিখ৷ পাশ করার জন্য পরীক্ষার্থীকে ন্যূনতম ৩৪ শতাংশ নম্বর পেতে হবে। 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *