সোম থেকেই রাজ্যে লাগু হতে চলেছে নয়া বিধিনিষেধ!

সোম থেকেই রাজ্যে লাগু হতে চলেছে নয়া বিধিনিষেধ!

কলকাতা: ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা৷ ফলে ফের কিছু বিধি নিষেধ যে লাগু করা হবে, সে কথা আগেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমতাবস্থায় আজ রবিবার নবান্নে বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের কর্তারা। সেখানেই রাজ্যে সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে আলোচনা করা হয়। সূত্রের খবর,  সোমবার থেকেই এই সকল নির্দেশিকা জারি করা হতে পারে৷ তবে ঠিক কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। সম্ভবত আজ বিকেলে এই বিষয়ে ঘোষণা করবেন মুখ্যসচিব। 

আরও পড়ুন- অবাক কাণ্ড! টানা ৪ দিন এনআরএস-এর লিফটে আটকে মহিলা, হুঁশ নেই কারও

বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, করোনা সংক্রমণ বাড়ছে৷ ১ ও ২ তারিখ অনেকেরই প্রোগ্রাম থাকে৷ ৩ তারিখ থেকে কিছু বিধিনিষেধ জারি করা হবে৷ স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর নজর রাখার নির্দেশও দেন তিনি৷ প্রয়োজনে কিছু দিনের জন্য ছুটি ঘোষণাও করা হতে পারে। এমনকি শনিবার এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে আলোচনাও করেন মুখ্যমন্ত্রী। এর পরেই রবিবার নবান্নে স্বাস্থ্য দফতরের কার্তাদের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নবান্ন সূত্রে খবর, এখনই আংশিক লকডাউন বা কঠিন বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিচ্ছে না নবান্ন৷ অবিলম্বে ট্রেন, বাস বা মেট্রা পরিষেবা বন্ধ করাও হবে না৷ ধাপে ধাপে বিধি নিষেধ জারি করা হবে৷ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে নবান্ন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − five =