কলকাতা: স্থূলতার কারণে আমাদের শরীরে বাসা বাধতে পারে নানারকন ব্যধি৷ কিন্তু তা বলে করোনা! হ্যাঁ, সাম্প্রতিক গবেষণায় উঠে এল এমনই এক চাঞ্চল্যকর তথ্য৷ যেখানে বলা হয়েছে, বাড়তি মেদের আড়ালে লুকিয়ে থাকতে পারে করোনা ভাইরাস! পাশাপাশি এল ল্যানসেটের অপর একটি গবেষণাপত্রে বলা হয়েছে, মিউটেশনের জেরে আরও শক্তিশালী হয়ে উঠেছে ভাইরাস৷ যার কাছে হার মানছে রোগ প্রতিরোধ ক্ষমতা৷
আরও পড়ুন- রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ, আক্রান্ত ৭ বছরের শিশু
করোনার দুটি ডোজ নিলেও আপনার শরীরে যদি বাড়তি মেদ থাকে তাহলে কিন্তু চিন্তার বিষয়৷ কারণ এই বাড়তি মেদের কারণেই আপনার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে৷ ওমিক্রন নিয়ে সারা বিশ্ব যখন উদ্বেগের মধ্যে রয়েছে, তখনই প্রকাশ্যে এল এই চাঞ্চল্যকর রিপোর্ট৷ যেখানে বলা হচ্ছে, শরীরে বাড়তি মেদ থাকলেই বাড়বে ঝুঁকি৷
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে বেশ কয়েকজন স্থূলকায় মার্কিন নাগরিকের উপর এই গবেষণা চালান ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের সেই গবেষণাপত্রটি ল্যানসেট পত্রিকয় প্রকাশিত হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, যাঁরা শরীর স্থূলকায়, অতিরিক্ত ওজন, তাঁদের শরীরে বাড়তি মেদের মধ্যে লুকিয়ে থাকতে পারে করোনা ভাইরাস। সবচেয়ে উদ্বেগের বিষয় হল চিকিৎসার পরেও লুকিয়ে থাকা ওই ভাইরাসের উপর এর কোনও প্রভাব পড়ে না।
অন্যদিকে, ওমিক্রনে আক্রান্ত দক্ষিণ আফ্রিকার হেলথ রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা এমন কয়েক জনের উপর গবেষণা চালিয়েছেন, যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন অথবা ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার ফলে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। তাতে দেখা গিয়েছে একবার করোনা আক্রান্ত হওয়ার পরেও অনেকে করোনা আক্রান্ত হয়েছেন৷ আসলে ভাইরাসের মিউটেশনের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও তাকে আটকাতে পারছে না৷ করোনা ভাইরাসের মিউটেশনও উদ্বেগ বাড়াচ্ছে৷