এক মায়ের শিশু বুকে আগলে রাখলেন অন্য মা!

এক মায়ের শিশু বুকে আগলে রাখলেন অন্য মা!

1909dd8b505d90bcf14b59f35ef79edd

কলকাতা:  এলগিন রোড থেকে উদ্ধার হওয়ার শিশু অবশেষে ফিরে গেল তার নিজের মায়ের  কোলে৷ ভবানীপুর থানার পুলিশ ও কাউন্সিলারের উপস্থিতিতে শিশুটিকে তুলে দেওয়া হল তার মায়ের হাতে৷ কিন্তু আজ সকালে যে ব্যক্তি ওই শিশুটিকে রাস্তায় ফেলে দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ শিশুটির বাবা কোভিড পজেটিভ৷ ফলে কিছুটা উদ্বেগও রয়েছে ৷ তবে শিশুটি সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে৷ 

আরও পড়ুন- ‘বাংলায় অক্সিজেন উৎপান কেন্দ্র প্রয়োজন, ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

শিশুটি উদ্ধার হওয়ার পর থেকেই তাকে দেখভাল করছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অসীম বসু ও তাঁর স্ত্রী চৈতালী বসু৷ শিশুটির খোঁজ পাওয়ার পর নর্দানপার্ক সুভাষ উদ্যানে উপস্থিত হয় শিশুটির পরিবার৷ সেখানেই ৩ মাসের ছোট্ট শিশু দ্বিজ মুখোপাধ্যায়কে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়৷ সন্তানকে ফিরে পেয়ে স্বস্তিতে গোটা পরিবার৷ জানা গিয়েছে শিশুটিকে আনার পরই তার জন্য যাবতীয় বন্দোবস্ত করেছিলেন অসীমবাবু ও তাঁর স্ত্রী৷ চিকিৎসকের সঙ্গেও কথা বলেন তারা৷ সন্তানের মতোই আগলে রেখেছিলেন চৈতালীদেবী৷

জানা গিয়েছে, গতকাল রাতে শিশুটির বাবা অনির্বাণ মুখোপাধ্যায়ের কোভিড রিপোর্ট পজেটিভ আসে৷ এর পরেই উদভ্রান্তের মতো আজ সকালে শিশুটিকে নিয়ে তিনি বেরিয়ে যান৷ ফুলবাগান থানায় মিসিং ডায়েরি করে পরিবারের সদস্যরা৷ শিশুটির বাবা মানসিক কোনও সমস্যা রয়েছে কিনা, জানতে চাওয়া হয়েছিল৷ কিন্তু তাঁরা জানান, তেমন কোনও সমস্যা নেই৷ কোভিড পজেটিভ রিপোর্ট আসার পরেই এহেন আচরণ৷ 

চৈতালী দেবী বলেন, শিশুটির বাবা ফুটপাতের উপর শিশুটিকে শুইয়ে দিয়েছিলেন এবং যাকে দেখছিলেন তাঁকেই বলছিলেন নিয়ে যেতে৷ সেই সময়ই কাউন্সিলার অসীম বোস শিশুটিকে নিয়ে আসেন৷ ভবানীপুর থানায় খবর দেন৷ শিশুটিকে ওর মায়ের হাতে আমরা তুলে দেব৷ শিশুটিকে আগলে আবেগঘন চৈতালীদেবীও৷ তিনি বলেন, ও কিছুক্ষণের জন্য আমাদের সঙ্গে ছিল৷ চলে যাবে, সেটা ভেবে খারাপ লাগছে৷ তিনি বলেন, করোনা পরিস্থিতিতে মানুষ কী ভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে৷ বাচ্চার কী হবে, সেটাও তিনি ভাবলেন না৷ খুবই অবাক লাগছে৷ 

আরও পড়ুন- রাজ্যপাল পদের অযোগ্য! ধনকড়ের পদত্যাগ চায় তৃণমূল

শিশুটির বাবাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ সেখান থেকে অন্য কোনও কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে৷ এদিকে চৈতালীদেবী সন্তানের মতো শিশুটিকে সকাল থেকে বুকে আগলে রেখেছেন৷ তাঁর কোলে নিজের সন্তানকে শান্তির ঘুমে দেখে আবেগতাড়িত তার মা৷ তিনি বাকরুদ্ধ৷ ধন্যবাদ জানিয়েছেন অসীম বসুকে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *