বাংলা থেকে কারা পাচ্ছেন ‘পদ্ম’ সম্মান? দেখুন তালিকা

বাংলা থেকে কারা পাচ্ছেন ‘পদ্ম’ সম্মান? দেখুন তালিকা

6fd385db610236eb0e6a6c37370066a2

নয়াদিল্লি: রবিবার দেশের সাধারণতন্ত্র দিবস৷ তার আগে পদ্মভূষণ, পদ্মবিভৃষণ, পদ্মশ্রী প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র৷ এবার বাংলা থেকে তিন বিশিষ্টর হাতে উঠতে চলেছে পদ্মশ্রী সম্মান৷ 

703d903090a4fd68ea6e6281e0259c98

সুন্দরবনের প্রত্যন্ত এলাকার চিকিৎসা পরিষেবা দেওয়ার সৌজন্যে এবার পদ্মশ্রী পাতে চলেছেন বাংলার চিকিৎসক অরুণোদয় মণ্ডল৷ উত্তর ২৪ পরগনার বিরাটিতে থাকেন অরুণোদয় মণ্ডল৷ বিরাটি থেকে প্রত্যন্ত সাহেবখালিতে গড়ে তুলেছেন ‘সুজন’ নামের একটি স্বাস্থ প্রতিষ্ঠান৷ রাতে সেখানেই থেকেই চিকিৎসা করেন তিনি৷ প্রতি রবিবার সকাল থেকে রাত পর্যন্ত রোগী দেখে সোমবার সকালে ফেরেন বাড়িতে৷

2fcf8e2add93f5732622ab2a589d5000

পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন বিষ্ণুপুরী ঘরানার সেতারবাদক মণিলাল নাগ৷ ৮১ বছরের শিল্পী গোটা দেশজুড়ে ছড়িয়েছেন তাঁর সংগীতের মূর্ছনা৷ ১৯৩৯ সালে বাঁকুড়ায় জন্মগ্রহণ করেন মণিলাল নাগ৷ বাবা গোকুল নাগের কাছে সেতার শেখেন৷ ১৯৫৩ সালে সারা ভারত সঙ্গীত সম্মেলনে প্রথম সেতার পরিবেশন করেন তিনি৷ আকাশবাণীতেও সেতার পরিবেশন করেছেন৷ ২০০৫-২০১১ সাল পর্যন্ত সঙ্গীত রিসার্চ একাডেমির সদস্য ছিলেন বাংলার এই শিল্পী৷ মণিলাল নাগকে এই সম্মান দেওয়ায় বিষ্ণুপুরী ঘরানার নতুন জীবন পেলে মনে করছেন অনেকেই৷

4df0d22a67574f1ae8352cb41ae961a1

পদ্ম ভূষণ সম্মানে সম্মানিত হতে চলেছেন বাংলার অন্যতম শাস্ত্রীয় সংগীত শিল্পী অজয় চক্রবর্তী৷  ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে অবদানের জন্য এই সম্মান দেওয়া হচ্ছে তাঁকে৷ পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের ছাত্র অজয়৷ ভারতীয় শাস্ত্রীয় সংগীতে পাতিয়ালাকাসুর ঘরানার সংগীত চর্চা করেন তিনি৷  রবীন্দ্রভারতী থেকে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেন তিনি৷ নিজে গাওয়ার পাশাপাশি নিয়মিত খুদেদের প্রশিক্ষণ দেন তিনি৷ শ্রুতিনন্দন নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তিনি৷

অন্যদিকে, পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনহর পারিক্কর, ব্যবসায়ী আনন্দ মহিন্দ্রা ও ভেনু শ্রীনিবাসন, ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস সি জমির এবং জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক ব্যক্তিত্ব মুজাফ্ফর হোসেন বেগ৷ 

পদ্মবিভৃষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, সুষমা স্বরা, জর্জ ফার্ণান্ডেজ, বক্সার মেরি কম, মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথ৷ 

পদ্মশ্রী পাচ্ছেন কঙ্গনা রানউত, একতা কাপুর, আদনান সামি এবং করণ জোহর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *