ভারতীয়রা আমার নীল ছবি চুরি করে, ওঁদের পছন্দ করি না, বিস্ফোরক রিনি গ্রেসি

অস্ট্রেলিয়ার প্রথম মহিলা সুপারকার ড্রাইভার থেকে পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়া নিয়ে আলোচনায় রিনি গ্রেসি। অর্থকষ্টের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন। তবে এই পেশা নিয়ে কোনও আফসোস নেই তাঁর। সেই রিনিই এবার সরাসরি ভারতীয়দের বিঁধলেন। সাফ জানালেন, তিনি পছন্দ করেন না ভারতীয়দের। অনুমতি ছাড়াই ভারতীয়রা তাঁর কনটেন্ট চুরি করছেন বলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এমনকী, ভারতীরা যাতে তাঁর পোস্ট না দেখতে পান, তাঁর জন্য তাঁদের ব্লকও করবেন বলে জানিয়েছেন।

ক্যানবেরা: অস্ট্রেলিয়ার প্রথম মহিলা সুপারকার ড্রাইভার থেকে পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়া নিয়ে আলোচনায় রিনি গ্রেসি। অর্থকষ্টের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন। তবে এই পেশা নিয়ে কোনও আফসোস নেই তাঁর। সেই রিনিই এবার সরাসরি ভারতীয়দের বিঁধলেন। সাফ জানালেন, তিনি পছন্দ করেন না ভারতীয়দের। অনুমতি ছাড়াই ভারতীয়রা তাঁর কনটেন্ট চুরি করছেন বলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এমনকী, ভারতীরা যাতে তাঁর পোস্ট না দেখতে পান, তাঁর জন্য তাঁদের ব্লকও করবেন বলে জানিয়েছেন।

কনটেন্ট চুরির অভিযোগ উঠল ভারতীয়দের বিরুদ্ধে। অভিযোগ তুললেন সদ্য পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখা অস্ট্রেলিয়ান প্রাক্তন সুপারকার ড্রাইভার রিনি গ্রেসি। ২৫ বছরের রিনি বলেন, 'এখন আমি ভারতীয়দের পছন্দ করি না। আমার পেজ থেকে বেরিয়ে যান আপনারা। এটা আপনাদের জায়গা নয়। আমি আজ রাতেই সমস্ত ভারতীয়দের আমার পেজ থেকে ব্যান করব।' তাঁর নামে ফেক পেজ তৈরি থেকে শুরু করে তাঁর ছবি ও ভিডিও চুরির অভিযোগ এনেছেন তিনি। তাঁর কথায়, 'ওগুলোর কপিরাইট আমার। তাই মালিক আমি, আপনি নন। অবৈধভাবে আমার ছবি ও ভিডিও শেয়ার করা আর আমার নামে ফেক পেজ তৈরি করা বন্ধ করুন।' রেসিং থেকে পর্ন দুনিয়ায় যাওয়ার নেপথ্যে অর্থকষ্টের কথা আগেও বলেছেন রিনি। এই প্রসঙ্গে সম্প্রতি তিনি জানিয়েছেন, 'এবার আমি আমার বাড়ির টাকা মকুব করতে পারছি। ৩০ বছরের লোন এখন আমি ১২ মাসেই পরিশোধ করতে পারব।'

বর্তমান পেশা নিয়ে গর্ব করেন রিনি। তিনি এর আগেও বলেছিলেন, তাঁর এই সিদ্ধান্তই সেরা সিদ্ধান্ত। এমনকী, এই পেশায় নামার ক্ষেত্রে তাঁর বাবাও যে তাঁকে সমর্থন করেছেন, সেই কথাও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'আমার বাবা গর্বিত। আজ পর্যন্ত আমি কী, কী পেয়েছি, তার চেয়েও বড় কথা হল, আমি এখন কী করছি।' এছাড়াও তিনি বলেছেন, 'রেসিংয়ে আমি খুব একটা ভাল ছিলাম না। রেসিং বন্ধ করেছি।' তিনি আজও বিশ্বাস করেন, ব্যক্তি হিসেবে তাঁর জীবনের কিছুই পরিবর্তন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + fourteen =