আয়কর প্রদানের নতুন নিয়ম! জেনে নিন বিস্তারিত

আয়কর প্রদানের নতুন নিয়ম! জেনে নিন বিস্তারিত

নয়াদিল্লি: কেন্দ্র সরকারের চলতি অর্থবছরের বাজেটে আয়কর প্রদানের ক্ষেত্রে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে, যেগুলি কার্যকর হবে চলতি বছরের ১ এপ্রিল থেকেই। এবার বর্তমানে আয়কর জমা করার ক্ষেত্রে নতুন এই নিয়মগুলি কি কি, সবিস্তারে একটু জেনে নেওয়া যাক:

(১) প্রবীণ নাগরিক অর্থাৎ ৭৫ বছরের বেশি বয়সের পেনশনভোগী নাগরিকদের ক্ষেত্রে কোনোরূপ আয়কর জমা করতে হবে না। পাশাপাশি সুদের উপর নির্ভরশীল ৭৫ বছরের বেশি বয়সের নাগরিককে আয়কর ফাইল রিটার্নও করতে হবে না। 

(২) একজন প্রবীণ নাগরিক তার ৩ লক্ষ টাকা অব্দি মাসিক আয়ে আয়কর ছাড় পাবেন, যেখানে এখন সাধারণ নাগরিক ২.৫ লক্ষ টাকা অব্দি মাসিক আয়ে আয়কর ছাড় পান। পাশাপাশি অতি-প্রবীণ নাগরিক মাসিক ৫ লক্ষ টাকা অব্দি আয়ে আয়কর ছাড় পাবেন।

(৩) প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর রিটার্ন ফাইলিং বা নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রে হয়রানি রোধ করতে অনলাইনে ই-ফাইলিং ব্যবস্থা চালু হয়েছে।

(৪) আয়কর আইনের ৮০-ডিডিবি ধারা অনুযায়ী, প্রবীণ নাগরিকরা চিকিৎসা বিমার খরচ হিসাবে ৫০,০০০ টাকা অব্দি প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে কর ছাড়ের সুবিধা পাবেন।

(৫) আয়কর আইনের ২০৭ নম্বর ধারা অনুযায়ী, প্রবীণ নাগরিকদের আগাম-আয়কর জমা দেওয়া থেকে ব্যহতি দেওয়া হয়েছে। অর্থাৎ, কোনরূপ আয় নেই এমন প্রবীণ নাগরিককে আগাম আয়কর প্রদান করতে হবে না।

(৬) ভারতীয় আইটি আইনের ১৯৪-এ ধারা অনুযায়ী, প্রবীণ নাগরিককে ব্যাংক, ডাকঘর বা সমবায় ব্যাংক থেকে পাওয়া ৫০০০০ টাকা পর্যন্ত সুদের অঙ্কে কোনোরূপ টিডিএস কাটা হবে না। অর্থাৎ, ৫০০০০ টাকা অব্দি সুদের অংকে আয়কর ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 16 =