নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় দেশজুড়ে যেভাবে প্রতিরোধ করে উঠছে তাতে আগামী ২০২১-এ জনগণা বা আদমশুমারির ক্ষেত্রে তার প্রভাবে এড়াতে এক বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্র। অবশ্য এই নির্দেশিকা তার আগের পদক্ষেপ অর্থাৎ এনপিআর-এর জন্য। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে যে বিষয়টি লক্ষণীয় তা হল, জিজ্ঞাসিত কোনো প্রশ্নের উত্তর যদি গৃহকর্তা ভুল দেয় তবে তাকে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। তাই জরিমানা থেকে রেহাই পেতে আগে থেকেই হোমওয়ার্ক সেরে নেওয়ার জন্য নির্দেশিকা সহ সেই প্রশ্নগুলির একটি তালিকা প্রকাশ করল কেন্দ্র।
২০২১ সালের ১ এপ্রিল, থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত চলবে আদমশুমারির কাজ। তাঁর আগেই প্রায় ৩১টি প্রশ্ন নিয়ে জনগনের বাড়িতে পৌঁছে যাবেন দায়িত্ব প্রাপ্ত কর্মীরা। অতীতের আদমশুমারির সময় পরিচিত প্রশ্নগুলির পাশাপাশি বেশ কিছু নতুনত্বও রয়েছে এবারের প্রশ্ন সূচিতে। সবমিলিয়ে মূলত যে সংক্রান্ত তথ্যগুলি জিজ্ঞাসা করা হবে সেগুলি হল- জনগণনা চলাকালীন কর্মকর্তারা মোবাইল নম্বর, শৌচাগার, টিভি, ইন্টারনেট, বেসরকারী যানবাহন, পানীয় জলের উৎস সহ পরিবারের কর্তার বিষয়ে তথ্য জিজ্ঞাসা করবেন। তবে ব্যক্তিগত মোবাইল নম্বর অপরিচিত কাউকে জানাতে আপত্তি থাকতেই পারে জনসাধারণের। তাই সে বিষয়টি সরলীকরণ করে কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকায় স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে মোবাইল নম্বরটি কেবলমাত্র আদমশুমারির সঙ্গে সম্পর্কিত তথ্যের অনুসন্ধানের জন্য। এর অন্য কোনও উদ্দেশ্যে নেই।
জাতীয় আবাসিক শংসাপত্র (এনআরসি) বা ন্যাশনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে সম্ভব্য প্রশ্ন- রান্নাঘরের জন্য ব্যবহৃত জ্বালানী- বৈদ্যুতিন সরঞ্জাম যেমন রেডিও, ট্রানজিস্টর ইত্যাদি- টেলিভিশন, মোবাইল, ইন্টারনেট সুবিধা আছে কিনা- আপনার কাছে ল্যাপটপ, কম্পিউটার আছে কি না- টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কি না- বাইসাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড আছে কি না- কোনো যানবাহন যেমন গাড়ি, জিপ, ভ্যান ইত্যাদি আছে কিনা।- ঘরে মূলত কোন কোন আনাজ ব্যবহার করা হয়?
Registrar General and Census Commissioner of India Vivek Joshi issues notification on information to be sought by Census officers during census 2021. pic.twitter.com/A2eybMitWy
— ANI (@ANI) January 9, 2020